shono
Advertisement

Breaking News

সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাটট্রিক বোল্টের

ওলিম্পিকের নিজের শেষ দিনটা বেশ মনে রাখার মতোই করে রাখলেন জামাইকান স্প্রিন্টার৷ The post সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাটট্রিক বোল্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:39 PM Aug 20, 2016Updated: 03:34 PM Aug 20, 2016

দীপক পাত্র, রিও ডি জেনেইরো: রিলেতে সোনা জয়ের পর তখন ট্র্যাকে রীতিমতো উৎসবের পরিবেশ৷ ব্লেকদের সঙ্গী করে, জামাইকার পতাকা গায়ে জড়িয়ে শরীর দোলাচ্ছিলেন উসেইন বোল্ট৷ ওলিম্পিকের নিজের শেষ দিনটা বেশ মনে রাখার মতোই করে রাখলেন জামাইকান স্প্রিন্টার৷ হ্যাটট্রিকের হ্যাটট্রিক করার পর বোল্টের অবসর ঘোষণায় হতাশ অনেকেই৷

Advertisement

বেজিং ওলিম্পিক থেকে শুরু হয়েছিল৷ শেষ হল রিওতে৷ গোটা কেরিয়ার সোনা দিয়ে মুড়িয়ে রাখলেন বোল্ট৷ তবু এক পাত্র দুধে একটু গো-চনার মতো একটা কালো বিন্দুও রয়েছে৷ লাইনটা পড়লে অনেকে ভ্রূ কুঁচকাবেন৷ কিন্তু সত্যি এটাই৷ বেজিং থেকে রিও, হিট ও ফাইনাল মিলিয়ে মোট ২৩ বার ওলিম্পিকের লেনে নেমেছেন বোল্ট৷ তার মধ্যে ২২ বারই জিতেছেন৷ বেজিং ওলিম্পিকে ছেলেদের ২০০ মিটারের হিটে একবারই দ্বিতীয় হয়েছিলেন তিনি৷ ওই একবারই৷ হেরেছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর রন্ডেল সোরিলোর কাছে৷ এরপর থেকে কখনও সেকেন্ড বয়ের তকমা আর গায়ে চাপেনি বোল্টের৷

বোল্ট ট্র্যাকে জগিং করতে করতে স্টেডিয়ামের দিকে হাত দোলাতে দোলাতে দর্শকদের অভিনন্দন কুড়োচ্ছিলেন৷ বোল্ট পরে বললেন, “আমি তো এখন কিংবদন্তি৷ নিজেকে আর নতুন করে প্রমাণ করার কিছু নেই৷ কেউ আমার সাফল্য নিয়ে প্রশ্ন তুললে সোনায় ভরা ঝুলিটা দেখিয়ে দেব৷”

টোকিওতে আর বিদ্যুৎ-এর ঝলক দেখতে পাওয়া যাবে না৷ ব্যাপারটা মানতে পারছেন না ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট সেবোস্তিয়ান কো৷ বলছিলেন, “ওকে আর ট্র্যাকে দেখতে পাব না বিশ্বাস করতে পারছি না৷ মহম্মদ আলির পর কিংবদন্তি হিসাবে কথা উঠলে, বোল্ট ছাড়া আর কারও নাম মনে করতে পারছি না৷”

এখন প্রশ্ন উঠছে, বোল্ট যা করলেন, তা আদৌ কি কেউ আর ভাঙতে পারবেন? কো-র কথায়, “পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না৷ একদিন হয়তো বোল্টের এই অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দেবে কেউ৷ কিন্তু কাজটা খুব কঠিন৷”

The post সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাটট্রিক বোল্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement