shono
Advertisement

Breaking News

অন্য বর্জ্যের সঙ্গে মেশানো যাবে না ব্যবহৃত পিপিই কিট, হাসপাতালগুলিকে নির্দেশ রাজ্যের

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে রাজ্যগুলিকে এ নিয়ে নোটিস পাঠানো হয়েছে। The post অন্য বর্জ্যের সঙ্গে মেশানো যাবে না ব্যবহৃত পিপিই কিট, হাসপাতালগুলিকে নির্দেশ রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:32 PM Jun 26, 2020Updated: 11:01 PM Jun 26, 2020

অভিরূপ দাস: এবার থেকে হাসপাতালের অন্যান্য বর্জ্যের সঙ্গে ফেলা যাবে না ব্যবহৃত পিপিই কিট। চিকিৎসা বর্জ্য অপসারণে রাজ্যগুলিকে এবার থেকে বারকোড ব্যবস্থা চালুর নির্দেশ দিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রের ওই নির্দেশিকা মেনে বৃহস্পতিবার রাজ্য এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এবার থেকে চিকিৎসাজাত বর্জ্যে নির্দেশ মেনে বিভিন্ন রঙের ব্যাগে ফেলতে হবে। প্রতিটি ব্যাগে থাকবে নির্দিষ্ট বারকোড। এই বারকোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট মেডিক্যাল বর্জ্যের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। কিছুদিন ধরেই ব্যবহৃত পিপিই, মাস্ক, গ্লাভস-সহ একাধিক বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে নানা অভিযোগ উঠছিল। এমনকী হাসপাতালের ভ্যাট থেকে এই ধরনের পরিত্যক্ত জিনিস চুরি হওয়ার কথাও শোনা যাচ্ছিল। সেই কারণেই এমন নির্দেশ জারি করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদ।

Advertisement

সম্প্রতি করোনার কারণে মেডিক্যাল বর্জ্যের পরিমাণ ক্রমশ বাড়ছে হাসপাতালগুলিতে। বিষাক্ত এই বর্জ্য থেকে রোগ সংক্রমণের আশঙ্কা অনেক বেশি। অভিযোগ আসছিল, একাধিক হাসপাতালে ব্যবহার করা মাস্ক, গ্লাভস, পিপিই কিট পড়ে রয়েছে। তা থেকে সংক্রমণ ছড়াতে পারে। তাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্জ্য ফেলায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। হাসপাতালে ফেলে দেওয়া রোগীদের চিকিৎসার ব্যবহৃত সামগ্রী নির্দিষ্ট ব্যাগে করে যথাস্থানে ফেলতে হবে। COVID-19 সংক্রান্ত বায়োমেডিক্যাল বর্জ্য জমা করার জন্য দ্বিস্তরীয় ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই বর্জ্য ভরতি ব্যাগের উপর লেবেল লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ যাতে সেন্ট্রাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটিস (সিডাব্লুটিএফএস) সহজেই তা শনাক্ত করতে পারে, তাই এই ব্যবস্থা।

[ আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে ‘সফট ল্যান্ডিং’ করবে ISRO’র ল্যান্ডার, ভবিষ্যতের মডেল বানাচ্ছেন যাদবপুরের গবেষকরা ]

প্রতিদিন কলকাতায় প্রায় ২৫ টন বায়োমেডিক্যাল বর্জ্য তৈরি হয়। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা আছে, কোনও বায়ো-মেডিক্যাল ওয়েস্ট অন্য জঞ্জালের সঙ্গে মেশানো যাবে না। ফেলে দেওয়া পিপিই কিট অন্য জঞ্জালের সঙ্গে যেন মেশানো না হয়, তা নিয়েও স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে ব্যাগ বা বাক্সে করে বর্জ্য ফেলা হবে, তাতে বিশেষ চিহ্ন বা বারকোড থাকতে হবে। ব্যাগে কী রয়েছে, কোথা থেকে কোথায় ফেলা হচ্ছে তাও লিখে দিতে হবে ব্যাগের গায়ে। বিভিন্ন প্রকারের বর্জ্য ফেলার জন্য আলাদা রঙের ব্যাগ ব্যবহার করতে হবে। বর্জ্যের ধরন অনুসারে কালো, লাল, নীল, হলুদ, রঙের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

[ আরও পড়ুন: CBSE-ICSE’র পথে হেঁটেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করল রাজ্য ]

The post অন্য বর্জ্যের সঙ্গে মেশানো যাবে না ব্যবহৃত পিপিই কিট, হাসপাতালগুলিকে নির্দেশ রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement