shono
Advertisement
Utsashree Portal

আড়াই বছর পর চালু উৎসশ্রী পোর্টাল, আপাতত হবে পারস্পরিক বদলি

নতুন বছরের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।
Published By: Sayani SenPosted: 08:58 PM Jan 03, 2025Updated: 08:59 PM Jan 03, 2025

ধীমান রক্ষিত: ফের চালু হল রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির পোর্টাল উৎসশ্রী। প্রায় আড়াই বছর ধরে বন্ধ ছিল এই পোর্টাল। তবে আপাতত আপস পারস্পরিক বদলির জন্য এই পোর্টাল খোলা হল। সাধারণ বদলি ও স্পেশাল বদলি বন্ধই থাকছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। তার পর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষাদপ্তর থেকে।

Advertisement

রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছিল ২০২১ সালে। এই পোর্টালের মাধ্যমে অনলাইনেই রাজ্যের যে কোনও প্রান্তে বদলির আবেদন করতে পারেন সরকারি স্কুলের শিক্ষক ও কর্মীরা। ২ জন কর্মী পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে চাইলে তাকে বলা হয় আপস বা পারস্পরিক বদলি। এই বদলির ফলে কর্মীদের ইচ্ছাও পূরণ হয়, আবার সরকারি প্রতিষ্ঠানে কোনও আসনও খালি হয় না।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আপাতত শুধু এই ধরনের বদলিই করা যাবে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। স্কুলশিক্ষা দপ্তর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও একই নির্দেশিকা জারি করেছে গত ৩১ ডিসেম্বর। ১ জানুয়ারি থেকেই উৎসশ্রী পোর্টাল পারস্পরিক বদলির জন্য চালু হয়ে গেছে। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা পোর্টালের মাধ্যমে বদলির আবেদন কার্যকর করতে পারবেন।

সাধারণ বা বিশেষ বদলি কেন চালু করা হল না? সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে। চলছে কাউন্সেলিংও। নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই আপাতত এই দু’ধরনের বদলি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন থেকে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী জুন মাসে। উল্লেখ্য, ২০২২ সালে যখন উৎসশ্রী পোর্টাল বন্ধ হয়েছিল, সেই সময় থেকেই সাধারণ, পারস্পরিক এবং বিশেষ বদলির অনেক আবেদন পোর্টালে জমা পড়ে আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আড়াই বছর পর চালু উৎসশ্রী পোর্টাল।
  • আপাতত হবে পারস্পরিক বদলি।
  • ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।
Advertisement