সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বিদ্বেষ এবং ‘খলিস্তান প্রেমের’ দায়ে দলের অন্দরে কোণঠাসা জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন। এরপরেই ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কানাডার সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রীর তালিকায় উপর দিকে রয়েছেন সে দেশের বর্তমান পরিবহণ মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ।
সোমবার ট্রুডো যেমন প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা জানিয়েছেন, তেমনই ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়ছেন বলে ঘোষণা করেছেন। আপাতত, পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন তিনি। গতকালই তিনি আরও জানান, আগামী ২৪ মার্চের মধ্যে তাঁর উত্তরসূরি নির্বাচন করবে দল। এই ক'দিন স্থগিত থাকবে সংসদের অধিবেশন।
বিশেষজ্ঞদের দাবি, গত পাঁচ বছরে কানাডার রাজনীতিতে প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন অনিতা আনন্দ। পরিবহণ দপ্তর সামলানো ছাড়াও বিভিন্ন সময়ে জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি। তামিল বাবা, পাঞ্জাবি মায়ের সন্তান ৫৭ বছরের অনিতা অক্সফোর্ডের পড়ুয়া। ২০১৯ সালে ওকভিলে সাংসদ নির্বাচিত হতেই ট্রুডো মন্ত্রিসভার সদস্য হন। উল্লেখ্য, অনিতা ছাড়াও কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন মেলাইন জলি, ক্রিস্টিয়া ফ্রিল্য়ান্ড, মার্ক কার্নি, ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন প্রমুখ।