সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় নিষিদ্ধ হওয়ার পরের দিনই বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) করমুক্ত ঘোষণা করল উত্তরপ্রদেশ। মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) টুইট করে জানান, উত্তরপ্রদেশে করমুক্ত করা হল ‘দ্য কেরালা স্টোরি’। আরও জানা গিয়েছে, ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটি দেখবেন যোগী। প্রসঙ্গত, প্রথম রাজ্য হিসাবে এই বিতর্কিত ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ।
সোমবারই ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, “কেরলের মানুষকে অসম্মান করে তৈরি হয়েছে এই ছবি। আমি সে রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।” তারপরেই নির্দেশ দেন, এই ছবি নিষিদ্ধ করা হবে বাংলায়। ইতিমধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই ছবিটির প্রদর্শন বন্ধ করেছে তামিলনাড়ু সরকার।
[আরও পড়ুন: গলায় বিঁধে বল্লম! অপারেশন থিয়েটারে ডাক পড়ল ওয়েল্ডিং মিস্ত্রির]
এহেন পরিস্থিতিতেই যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন, তাঁর রাজ্যে করমুক্ত হবে এই ছবি। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১২ মে ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটি দেখবেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য ‘দ্য কেরালা স্টোরির’ বিশেষ প্রদর্শনী হবে লোক ভবনে। একই পথে হাঁটতে পারে উত্তরাখণ্ডও। সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মঙ্গলবার সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখবেন বলে সূত্রের খবর। তারপরেই দ্য কেরালা স্টোরিকে করমুক্ত ঘোষণা করতে পারে উত্তরাখণ্ডও।
প্রসঙ্গত, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান, ”নিষিদ্ধ শব্দটাই ভুল। এই ছবি সেন্সর বোর্ডে পাশ হয়েছে, আর সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ছবি দেখানো বন্ধ করা যাবে না। নিষিদ্ধ করার বিষয়টা ওর ব্যক্তিগত পছন্দের হতে পারে। আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেব।”