shono
Advertisement

সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা! উত্তরপ্রদেশে সরকারি খরচে ১৩০০ মুসলিম দম্পতির বিয়ে দিলেন যোগী

এই প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে যোগী সরকার।
Posted: 04:01 PM Oct 14, 2022Updated: 04:01 PM Oct 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুসলিমদের মন জয় করতে নতুন পন্থা নিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সরকারি খরচে সংখ্যালঘু ব্যক্তিদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্য বাজেট থেকে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে। চলতি অর্থবর্ষে অন্তত ১৩০০ মুসলিম দম্পতির বিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায়।

Advertisement

মুসলিম দম্পতির বিয়ে দেওয়ার জন্য আলাদা করে কমিটিও গঠন করা হয়েছে যোগী (Yogi Adityanath) সরকারের তরফে। যেসব দম্পতিরা বিয়ে করতে ইচ্ছুক, তাঁরা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। তাঁদের আবেদন খতিয়ে দেখে সরকারের তরফে বিয়ের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রতিটি বিয়ের জন্য ৫১ হাজার টাকা করে বরাদ্দ করেছে যোগী সরকার। জানা গিয়েছে, প্রথমে বিয়ের কনের ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে সরকারের তরফে। তারপরে বিয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে তুলে দেওয়া হচ্ছে কনের হাতে। পাত্রের হাতে কোনও টাকা দেওয়া হচ্ছে না।

[আরও পড়ুন: জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গে’র কার্বন ডেটিং নয়, আদালতে ধাক্কা হিন্দুপক্ষের]

জানা গিয়েছে, আগে নানা সরকারি দপ্তরের উদ্যোগে গণবিবাহের অনুষ্ঠান করানো হত। আর্থিক ভাবে পিছিয়ে থাকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সেখানে বিয়ে করতেন। কিন্তু এখন সমাজকল্যাণ দপ্তরের আওতায় আনা হয়েছে যোগী সরকারের এই প্রকল্পটিকে। আর্থিকভাবে দুর্বল, তফসিলি জাতিভুক্ত বা সংখ্যালঘু সম্প্রদায়- সকলকেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি অর্থবর্ষে এই প্রকল্পের জন্য উত্তরপ্রদেশের বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, চলতি অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় মোট ১৬ হাজার দম্পতির বিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন ১৩০০ জন মুসলিম দম্পতি। প্রায় ন’হাজার দলিত দম্পতিকেও সরকারি উদ্যোগে বিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বরাদ্দ থেকে ৮১ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। সামনেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। ইতিমধ্যেই বিয়ের আবেদন জমা পড়তে শুরু করেছে সরকারের কাছে। আধিকারিকরা আশাবাদী, ব্যাপক সংখ্যায় দম্পতিরা এই প্রকল্পের সুযোগ নেবেন।

[আরও পড়ুন: এবার পরোটা খেলেও দিতে হবে ১৮ শতাংশ GST! ‘ইংরেজরাও এত কর বসায়নি’, তোপ বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement