স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: আরও একবার প্রকাশ্যে চলে এল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ‘ডাবল ইঞ্জিন’ সরকারের বেহাল দশা। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জল শক্তিমন্ত্রক জানাল, জল জীবন মিশনের মাধ্যমে গ্রামের বাড়িতে বাড়িতে পানীয় জলের কল পৌঁছে দেওয়ার আবহের মধ্যেও যোগী রাজ্যের মাত্র ১৫.০৯ শতাংশ গ্রামীণ বাড়িতে পৌঁছেছে জলের লাইন। যা দেশের মধ্যে সর্বনিম্ন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি ও দমন দিউ, গোয়া, পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি হরিয়ানা ও তেলেঙ্গানার গ্রামের প্রতিটি বাড়িতেই পৌঁছে গিয়েছে জলের কল। মাত্র তিন হাজারটি বাড়িতে কল লাগলেই পাঞ্জাবও পূরণ করবে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা। গুজরাত, হিমাচলপ্রদেশ ও বিহারও লক্ষ্যমাত্রা পূরণ করার খুবই কাছাকাছি। উত্তরপ্রদেশে সেখানে ২ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজারের মধ্যে মাত্র ৩৯ লক্ষ ৮৮ হাজার বাড়িতে পৌঁছেছে পানীয় জলের কল।
[আরও পড়ুন: অভিভাবক হিসাবে সন্তানের পদবি বেছে নিতে পারেন মা, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের]
কেন্দ্র জানিয়েছে ২০১৯ সালের আগস্ট থেকে শুরু হওয়া জল জীবন মিশন (Jal Jeevan Mission) শুরু হওয়ার আগে দেশের গ্রামাঞ্চলের ৩ কোটি ২৩ লক্ষ বাড়িতে ছিল কলের লাইন। গত ৩৫ মাসে নতুন করে ৬ কোটি ৬৫ লক্ষটি বাড়িতে পৌঁছেছে জল। বর্তমানে দেশের ১৯ কোটি ১৪ লক্ষ গ্রামীণ বাড়ির মধ্যে প্রায় ৫২ শতাংশ, মোট ৯ কোটি ৮৮ লক্ষ বাড়িতে রয়েছে পানীয় জলের কল। ঠিক এই জায়গাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিনের শ্রেষ্ঠতম মডেল হিসাবে তুলে ধরা রাজ্যের দুর্দশার ছবি। দেশের মোট গ্রামীণ বাড়ির ১৩ শতাংশ উত্তরপ্রদেশে। জলের কল থাকার নিরিখে যা মাত্র ৪ শতাংশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল, আগস্ট মাসের মধ্যেই দশ কোটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জল জীবন মিশনের কলের লাইন। দপ্তরের এক আধিকারিক জানিয়েছিলেন, এই প্রকল্পের লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছে সরকার। ২০২৪ সালের মধ্যেই গ্রামীণ এলাকার প্রত্যেকটি বাড়িতে জল জীবন মিশনের অন্তর্ভুক্ত কল বসানো হয়ে যাবে।