shono
Advertisement

স্বাধীনতা দিবসে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’, নিদান শিয়া ওয়াকফ বোর্ডের

অমান্য করলেই ঝুলছে শাস্তির খাঁড়া৷ The post স্বাধীনতা দিবসে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’, নিদান শিয়া ওয়াকফ বোর্ডের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 AM Aug 12, 2018Updated: 09:58 AM Aug 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন বাধ্যতামূলক ভাবে বলতেই হবে ‘ভারত মাতা কি জয়’৷ নাহলে মিলবে কঠোর শাস্তি৷ এমনই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড৷ সংগঠনের চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানান, স্বাধীনতা দিবসের দিন শিয়া সম্প্রদায়ের প্রত্যেক মানুষকে এই স্লোগান উচ্চারণ করতেই হবে৷ যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে, তাঁর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেবেন ওয়াকফ বোর্ডের সদস্যরা৷ চরম শাস্তির মুখে পড়তে হবে ওই ব্যক্তিকে৷

Advertisement

[উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ১ পুলিশ অফিসার]

জানা গিয়েছে, লিখিত আকারে শনিবারই এই নির্দেশিকা জারি করে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড৷ সেখানে বলা হয়েছে, ১৫ আগস্টের দিন জায়গায় জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে শিয়া সম্প্রদায়ের কমিটিগুলি৷ তোলা হবে তেরঙ্গা, শ্রদ্ধা জানান হবে মাতৃভূমিকে৷ সেই অনুষ্ঠানে শিয়া সম্প্রদায়ের মানুষদের যোগদান বাধ্যতামূলক৷ তাঁদের সুর মেলাতে হবে জাতীয় সঙ্গীতের সঙ্গে৷ তারপর জোড় গলায় বলতেই হবে ‘ভারত মাতা কি জয়’৷ নিজের বক্তব্যে শেষে কট্টরপন্থীদেরও তোপ দাগেন চেয়ারম্যান ওয়াসিম রিজভি৷ জানান, ভারত যতটা অন্যান্য সম্প্রদায়ের মানুষদের ততটাই মুসলমানদের৷ তাই ‘ভারত মাতা কি জয়’ সম্বোধন করে নিজের মাতৃ ভূমিকে শ্রদ্ধা জানাতে কোনও অসুবিধা নেই শিয়াদের৷ যারা এর বিরোধী, তাঁরা বিনা অর্থে অসুবিধা তৈরির চেষ্টা করছে৷

[বিজেপি নেতার মাল্যদানে ‘অপবিত্র’ আম্বেদকরের মূর্তি, শুদ্ধিকরণ দলিত আইনজীবীদের]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোমাংস সম্পর্কে মন্তব্য করে বিতর্ক উসকে দেন ওয়াসিম রিজভি৷ তিনি বলেন, কোনও সম্প্রদায়ের আবেগে ধাক্কা দেওয়া উচিত নয়৷ ফলে মুসলিমদের গোমাংস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত৷ তবেই বন্ধ করা যাবে গণপিটুনির মতো ঘটনা৷ রিজভির এই মন্তব্যের পরে তাঁর বিরুদ্ধে সুর চড়ায় বহু কট্টরপন্থী সংগঠন৷ এর কয়েকদিন আগেই আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেন, গোহত্যা বন্ধের জন্য কড়া আইন আনা প্রয়োজন৷ আরএসএস নেতার এই মন্তব্যকেও সমর্থন করেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান৷

The post স্বাধীনতা দিবসে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’, নিদান শিয়া ওয়াকফ বোর্ডের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement