সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের ব্যাটার ভামশি কৃষ্ণা নজির গড়লেন। ছবলে ছটি ছক্কা হাঁকান তিনি। সিকে নায়ডু ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে এই কীর্তি গড়েন ভামশি কৃষ্ণা (Vamshhi Krrishna)।
রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড়ের পরে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ছটি ছক্কা হাঁকান তিনি।
[আরও পড়ুন: কীভাবে এলেন ইস্টবেঙ্গলে? রহস্য ফাঁস করলেন লাল-হলুদের নতুন ডিফেন্ডার প্যানটিচ]
অন্ধ্র বনাম রেলওয়েজ ম্যাচের চতুর্থ দিনে দমনদীপ সিংয়ের ওভারে ৩৬ রান সংগ্রহ করেন ভামশি। ৬৪ বলে ১১০ রান করেন তিনি। দমনদীপ স্পিনার। স্লগ সুইপ করে প্রথম ছক্কাটি মারেন অন্ধ্রর ব্যাটার। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল আছড়ে পড়ে গ্যালারিত। লং অনের উপর দিয়ে দ্বিতীয় ছক্কাটি মারেন কৃষ্ণা। দমনদীপের ফুল লেন্থ ডেলিভারি গ্যালারিতে ফেলে তৃতীয় ছক্কাটি মারেন কৃষ্ণা। স্লগ সুইপ করেই চতুর্থ ছক্কাটিমারেন তিনি। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে পঞ্চম ছক্কাটি হাঁকান কৃষ্ণা। ব্যাকফুটে গিয়ে ষষ্ঠ ছক্কাটি মারেন তিনি। অন্ধ্র বনাম রেলওয়েজ ম্যাচ শেষপর্যন্ত ড্র হয়। কৃষ্ণার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে অন্ধ্রপ্রদেশ করে ৯ উইকেটে ৮৬৫ রান। রেলওয়েজ প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৭৮ রান।
[আরও পড়ুন: প্রেমে ‘প্রত্যাখ্যাত’ হয়ে আত্মঘাতী মডেল, বিশ্বকাপজয়ী তরুণ ক্রিকেটারকে পুলিশি তলব]