shono
Advertisement

যান্ত্রিক ত্রুটিতে বাতিল ‘বন্দে ভারত এক্সপ্রেস’, বিকল্প ট্রেনে মালদহ গেলেন রাজ্যপাল

হাওড়া থেকে শেষ মুহূর্তে বন্দে ভারত বাতিল হওয়ায় ব্যাপক ক্ষোভ যাত্রীদের।
Posted: 10:28 AM Aug 25, 2023Updated: 10:31 AM Aug 25, 2023

সুব্রত বিশ্বাস: ফের মুখ থুবড়ে পড়ল মোদির স্বপ্নের ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express)। এনজেপির টিকিট কেটেও দেখা মিলল না ট্রেনটির। শুক্রবার সকালে এই ট্রেনে মালদহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose)। কিন্তু বন্দে ভারত নির্দিষ্ট সময়ে না ছাড়ায় রাজ্যপাল বিকল্প ট্রেনে তিনি মালদহে রওনা দেন। রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ‘বন্দে ভারত’ যাত্রা করেনি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বাদে বিকল্প একটি ট্রেন আসে, তবে সেটা বন্দে ভারত নয় বলে যাত্রীদের অভিযোগ। সেমি হাই স্পিড ট্রেনের বদলে কেন অন্য ট্রেনে উঠতে হবে, তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

Advertisement

এদিকে, সকালে এই বন্দে ভারতে এক্সপ্রেসেই মালদহ (Maldah)যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তিনিও এক ঘণ্টা অপেক্ষা করে বিকল্প ট্রেনেই যাত্রা করেন। মালদহের মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতেই মালদহ যাচ্ছেন তিনি। শুক্রবার রেলমন্ত্রী (Rail Minister)অশ্বিণী বৈষ্ণব কলকাতায় আসছেন। এই পরিস্থিতিতে বন্দে ভারত এক্সপ্রেস বাতিলের ঘটনাকে উদ্বেগের সঙ্গেই দেখছেন রেলকর্তারা। ট্রেন না পেয়ে শুক্রবার সকালে যাত্রার মুখে রেলের আধিকারিকদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা। তাঁদের দাবি, বিকল্প বলা হলেও ওই ট্রেনে বন্দে ভারতের মতো সুযোগ সুবিধা নেই। এমনকি ট্রেন বাতিলের (Train Cancel) খবর আগাম জানাননি।

[আরও পড়ুন: অন্য দেশের ২০ শতাংশ বেতন ভারতের বিজ্ঞানীদের, সাফল্যের পর আক্ষেপ প্রাক্তন ISRO প্রধানের]

রেলের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময় ইঞ্জিনের গিয়ার ফাংশনে কিছু সমস্যা দেখা দেয় বন্দে ভারত এক্সপ্রেসটিতে। যান্ত্রিক ত্রুটি থাকাতেই বিকল্প হিসেবে এই স্পেশ্যাল ট্রেন (Special Train) পাঠানো হয়েছে। রেলের আধিকারিকদের দাবি, বন্দে ভারতে যে সব সুযোগ সুবিধা রয়েছে, তার সবই পাওয়া যাবে এই ট্রেনে। গতিও একই থাকবে বলে জানানো হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, ট্রেনের ভিতরে একাধিক সমস্যা রয়েছে। পানীয় জলও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। পাশাপাশি বেশি টাকা দিয়ে অন্য ট্রেনে যাত্রা করতে হওয়ায় ক্ষোভ বাড়ে যাত্রীদের। তাঁদের কথায়, রেল যা খুশি করবে, তা মেনে নিতে হবে?

[আরও পড়ুন: যাদবপুর কাণ্ডের মাঝে ফের অঘটন, দুর্গাপুরে হস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ]

যাত্রীদের দাবি, ট্রেনের গতি এবং বিশেষ কিছু সুযোগ সুবিধার জন্যই বন্দে ভারতের টিকিট কেটেছিলেন তাঁরা, কিন্তু ওই ট্রেন না চলায় অসুবিধায় পড়তে হয়েছে। বিকল্প ব্যবস্থা করা হয়েছে ঠিকই, তবে সেই ট্রেন আরও ভাল হওয়া দরকার ছিল বলে মন্তব্য করেছেন যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের (DRM) ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ”বন্দে ভারত নিয়মিত পরীক্ষা করা হয়। পরীক্ষা করার সময়ই যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়। রেলের কাছে যাত্রী সুরক্ষাই শেষ কথা, সে কারণে বন্দে ভারতের পরিবর্তে অন্য ট্রেন পাঠানো হয়েছে। বিকল্প ট্রেনটি যাতে দ্রুততর গতিতে চলে তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। সে কারণেই ট্রেনটি পাঠাতে এক ঘণ্টা দেরি হয়।” শুক্রবার সকাল ৬ টায় বন্দে ভারত ছাড়ার কথা ছিল, পরে বিকল্প ট্রেনটি সকাল ৭টায় হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম ছেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement