shono
Advertisement

Breaking News

বিয়ে করছেন বরুণ-নাতাশা! কবে দিনক্ষণ?

বলিপাড়ায় এখন বিয়ের মরশুম। The post বিয়ে করছেন বরুণ-নাতাশা! কবে দিনক্ষণ? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Mar 09, 2019Updated: 08:57 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় বিবাহবাসরের রেশ শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। অনুষ্কা-বিরাটের পর গতবছর দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কা থেকে কপিল-গিন্নি– একে একে অনেক সেলেব জুটির চার হাতই এক হয়েছে। মায়ানগরী মুম্বইয়ের বাতাসে এখন যেন ভালবাসা-রোমান্সের মাখামখি। একদিকে যখন কাপুরদের পূত্রবধূ হিসেবে আলিয়ার নামে শিলমোহর পড়ার দিন গুনছে বলিপাড়া, তখন আরেক কাপুর-নন্দন অর্জুনও পিছিয়ে নেই। ঘনিষ্ঠ সূত্র বলছে, চলতি বছরের এপ্রিলেই নাকি মালাইকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তালিকায় রয়েছে ফারহান আখতার, শিবানি দান্দেকরের নামও। শোনা যাচ্ছে, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ যেভাবে জর্জিয়া-নির্ভর হয়ে পড়েছেন, তিনিও নাকি খুব শিগগিরই গার্লফ্রেন্ড জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে নিকাহ সারবেন। তবে, এই সম্ভাব্য তালিকায় সংযোজন হতে চলেছে আরেক নতুন তারকা জুটির নাম। ‘কলঙ্ক’ স্টার বরুণ ধাওয়ান এবং তাঁর বহুদিনের প্রেমিকা নাতাশা দালাল নাকি এবছরই বিয়ে সারতে চলেছেন। কানাঘুষো শোনা গিয়েছে, বরুণ এবং নাতাশা ডিসেম্বেরই গাঁটছড়া বাঁধছেন। সুতরাং, বলিপাড়ার আরেক এলিজিবল ব্যাচেলরের উইকেট পড়ল বলে! বরুণ-নাতাশাও নাম লেখাতে চলেছেন সেলেব দম্পতিদের খাতায়।

Advertisement

[ভিন্ন স্বাদের শর্টফিল্ম বানিয়ে আন্তর্জাতিক খ্যাতি বর্ধমানের পরিচালকের]

এপ্রসঙ্গে দু’পক্ষই আপাতত মুখে কুলুপ এঁটেছেন। দীর্ঘদিন ধরেই নাতাশার সঙ্গে স্থায়ী সম্পর্কে রয়েছেন বরুণ। পাপ্পারাজিদের প্রচারের আলোয় থাকা একেবারেই নাপসন্দ এই সেলেব জুটির। তবে, ২০১৭-তে বলিউডের এক বিবাহ অনুষ্ঠানে নাতাশা এবং বরুণের দেখা মেলার পর তাদেরকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে ডিনার ডেট, মুভি ডেট থেকে বি-টাউনের হাইপ্রোফাইল পার্টিতে। এর আগে ‘কফি উইথ করণ’- এর শোয়ে এসেও বরুণ স্বীকার করেছেন নাতাশার সঙ্গে সম্পর্কের কথা। এমনকী, এও জানিয়েছেন যে তিনি ানতাশার সঙ্গে বিয়ে করবেন। তা সেই স্বীকারোক্তি প্রমাণের দিনই ঘনিয়ে এল বুঝি।

[‘কলঙ্ক’-এ কাদের চেয়েছিলেন করণ? জানলে অবাক হবেন]

The post বিয়ে করছেন বরুণ-নাতাশা! কবে দিনক্ষণ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement