shono
Advertisement

IPL 2022: এই দক্ষিণী অভিনেত্রীতেই কি মজেছেন ভেঙ্কটেশ আইয়ার? সোশ্যাল মিডিয়ায় খুনসুটি ঘিরে জল্পনা

ভেঙ্কটেশের বড় রানের অপেক্ষায় কেকেআর ভক্তরা।
Posted: 04:53 PM Apr 05, 2022Updated: 06:26 PM Apr 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন তিনি। কেকেআরের (KKR) হয়ে ঝড় তুলে তিনি জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মিডিয়াম পেস বোলিংও বেশ কার্যকরী। ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটারেরা মনে করেন, হার্দিক পান্ডিয়ার বদলে তাঁরই ঢোকা উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

Advertisement

তিনি ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। কলকাতার নাইট। চলতি আইপিএলে (IPL) ব্যাট হাতে সেরকম কিছু করতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় আপাতত ঝড় তুলে দিয়েছেন তিনি। একটি ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে কমেন্ট (Comment) করেছিলেন তিনি। সেই কমেন্টের উত্তরও আসে পোস্টটির মালকিনের কাছ থেকে। সেই নিয়েই উত্তাল নাইট-ভক্তরা। 

[আরও পড়ুন: তিন মাসের মধ্যে ভোট সম্ভব নয়, নির্বাচন কমিশনের ঘোষণায় নয়া মোড় পাক রাজনীতিতে]

ভেঙ্কটেশ আইয়ার কী এমন কমেন্ট করলেন যা নিয়ে এত আলোচনা? পোস্টটি করেছেন প্রিয়াঙ্কা জাওয়ালকার (Priyanka Jawalkar)। পেশায় তিনি একজন মডেল এবং অভিনেত্রী। তেলুগু সিনেমায় বেশ জনপ্রিয় মুখ এই প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে হাসিমুখে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টেই কমেন্ট করেন কেকেআরের ওপেনিং ব্যাটার। তিনি লেখেন,”কিউট।”

কিন্তু জল্পনা শুরু হয় এর পরের ঘটনা থেকে। ভেঙ্কটেশের কমেন্টের উত্তরে প্রিয়াংকা লেখেন, “কে? তুমি?” অর্থাৎ প্রিয়াঙ্কা জানতে চাইছেন ভেঙ্কটেশ কাকে কিউট বলেছেন। দু’ জনের এহেন কথোপকথনের পরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে, তবে কি সম্পর্ক রয়েছে এই দুই তারকার? 

২০১৭ সালে অভিনয় জীবন শুরু করেন প্রিয়াংকা। এখনও পর্যন্ত পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।  কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন প্রিয়াঙ্কা। এছাড়াও ফ্যাশন ডিজাইনিং নিয়ে ডিপ্লোমা রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখেই তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন কালা বারাম আয়ে ছবির নির্মাতারা।  

মনসুর আলি খান পতৌদি- শর্মিলা ঠাকুর থেকে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, এদেশে বিনোদন এবং ক্রিকেট তারকার প্রেম এবং বিয়ের নজির বহু রয়েছে। সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন ভেঙ্কটেশ এবং প্রিয়াঙ্কা? উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: ‘হিসাব মেটাতে’ বন্ধুকে অপহরণ করে খুন! ধরা পড়ে দোষ কবুল নাবালকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার