shono
Advertisement

‘একটা লোকই গোটা সংস্থাকে দুর্নীতিতে ভরিয়ে দেয়’, এশিয়া কাপের মাঝে কাকে নিশানা প্রসাদের?

বিতর্ক দানা বাঁধতেই টুইটটি মুছে ফেলেন প্রাক্তন ভারতীয় পেসার।
Posted: 02:57 PM Sep 10, 2023Updated: 03:24 PM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের মাঝেই আবারও শিরোনামে ভেঙ্কটেশ প্রসাদ। শনিবার ‘ক্রিকেট দুর্নীতি’ নিয়ে একটি টুইট করেও পরে তা ডিলিট করে দেন প্রাক্তন ভারতীয় পেসার। শুধু তাই নয়, সেই টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় এক সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণও করেন তিনি। বিতর্ক চরমে পৌঁছতে টুইটে খানিকটা বদল ঘটিয়ে আবার তা পোস্ট করেন তিনি।

Advertisement

ঠিক কী পোস্ট করেছিলেন প্রসাদ? প্রাক্তন তারকা লিখেছিলেন, “একজন দুর্নীতি পরায়ণ, উদ্ধত ব্যক্তি একাই একটা স্বচ্ছ সংস্থার ভাবমূর্তি নষ্ট করতে পারে। যার জেরে গোটা সংস্থাতেই দুর্নীতির তকমা লাগিয়ে দেওয়া হয়। এর প্রভাব ছোট নয়, অনেক বড় ভাবেই পড়ে।” এই টুইটের পরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। বিসিসিআই সচিব জয় শাহর দিকে কি আসলে আঙুল তুলতে চেয়েছেন প্রসাদ? এমন প্রশ্নই উঁকি দিয়েছে নেটিজেনদের মনে। কারণ সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাক সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রসাদ। সেই সিদ্ধান্তের নেপথ্যেও আসলে ছিলেন এসিসি প্রেসিডেন্ট জয় শাহ’ই।

[আরও পড়ুন: জানুয়ারির এই তারিখেই উদ্বোধন রাম মন্দিরের! তারপরই লোকসভা ভোট ঘোষণার সম্ভাবনা]

বিতর্ক দানা বাঁধতেই শনিবার করা টুইটটি মুছে ফেলেন প্রসাদ (Venkatesh Prasad)। এরপর রবিবার সেটিকেই খানিক এডিট করে আবারও পোস্ট করেন। যা লিখেছিলেন, তার সঙ্গে তিনি যোগ করেন, “এই বিষয়টি সবক্ষেত্রেই প্রযোজ্য। রাজনীতি, খেলা, সাংবাদিকতা থেকে কর্পোরেট দুনিয়া।” স্বাভাবিক ভাবেই এডিট করে আবারও টুইট করায় নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাক্তন তারকাকে। অনেকেই জানতে চেয়েছেন তাঁর নিশানায় কি বিসিসিআই কিংবা জয় শাহ? সে কথা অবশ্য স্বীকার করেননি প্রসাদ।

বরং উলটে বলে দেন, “আসলে আমি টিকিট-সহ নানা বিষয় নিয়ে বিসিসিআইয়ের ব্যর্থতা তুলে ধরেছিলাম। ফলে লোকে ভেবেছে সেই পরিপ্রেক্ষিতেই আমি এই টুইটটা করেছি। সেই কারণেই ডিলিট করেছিলাম।” তবে টুইট এডিটের পরও এ নিয়ে বিতর্ক এখনও থামেনি।

[আরও পড়ুন: মরক্কোয় মৃত্যুমিছিল চলছেই, ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ২ হাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement