shono
Advertisement

এবার পুজো হবে না মহম্মদ আলি পার্কে! পুরসভার দ্বারস্থ উদ্যোক্তারা

পুজোর সময়ে ফাঁকা থাকবে পার্কটি। The post এবার পুজো হবে না মহম্মদ আলি পার্কে! পুরসভার দ্বারস্থ উদ্যোক্তারা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:36 PM Jul 05, 2019Updated: 06:36 PM Jul 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের পুজোয় আর চেনা ভিড়টা দেখা যাবে না মহম্মদ আলি পার্কে। কারণ শহরের বিখ্যাত এই পার্কে যে পুজোই হবে না! চলতি বছরের জন্য দুর্গাপুজোর স্থান পরিবর্তনের অনুমতি চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দিয়েছেন উদ্যোক্তারা।

Advertisement

[আরও পড়ুন: পুজোর অনুমতির ক্ষেত্রে নেই নতুন বিধিনিষেধ, জানাল কলকাতা পুলিশ]

দুর্গাপুজোর বয়স পঞ্চাশ বছর। প্রথমে কিন্তু মহম্মদ আলি পার্কে পুজো হত না। তখন পুজো হত পার্কের উলটো দিকে মুনলাইট সিনেমা হলের কাছে, ৩৯ নম্বর তারাচাঁদ দত্ত স্ট্রিটে। সেখান পুজো চলে টানা ১৪ বছর। মহম্মদ আলি পার্ক পুজো কমিটির সভাপতি হেমচাঁদ জৈন জানিয়েছেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন মুনলাইট সিনেমাহলের সামনে পুজো করা নিয়ে সমস্যা দেখা হয়। তৎকালীন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী প্রশান্ত শূর মহম্মদ আলি পার্কে পুজো করার অনুমতি দিয়েছিলেন। সেই থেকেই ওই পার্কে পুজো হয়ে আসছে।

তাহলে এখন কেন পুজোর স্থান বদল করতে চাইছেন উদ্যোক্তারা? কলকাতা পুরসভা সূত্রে খবর, মহম্মদ আলি পার্কে মাটির নিচে একটি জলাধার আছে। ব্রিটিশ আমলের ওই জলাধারটি ইটের কাঠামো নিয়ে তৈরি। কালের নিয়মে সেই কাঠামোটি এখন দুর্বল হয়ে গিয়েছে। মাস খানেক আগে জলাধারের পাশে ইটের পাঁচিলের একাংশ ভেঙে গিয়ে জলে ভেসে গিয়েছিল মহম্মদ আলি পার্ক ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একাংশ। পুরসভার উদ্যান ও জল সরবরাহ দপ্তরের ইঞ্জিনিয়াররা তখন কোনওমতে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। পরে ভূগর্ভস্থ জলাধারের ইটের কাঠামোটি পরীক্ষা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, সেটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। অবিলম্বে মেরামত করা হবে। আর যখন সংস্কারের কাজ চলবে, তখন মহম্মদ আলি পার্কের উপর কোনওরকম চাপ দেওয়া যাবে না।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এ বছরের জন্য পুজোটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পর অনুরোধ করা হয়। মেয়রের আবেদনে সাড়া দিয়েই পুজো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পুর প্রশাসনের অনুমতি চেয়েছেন উদ্যোক্তারা। পার্কের উলটো দিকে মুনলাইট সিনেমার সামনে পুরানো জায়গাতেই ফের পুজো করতে চাইছেন তাঁরা।

[আরও পড়ুন: অস্ত্র হাতে মদ্যপদের তাণ্ডব, রাতের কলকাতায় হেনস্তার শিকার টেলি অভিনেতা]

The post এবার পুজো হবে না মহম্মদ আলি পার্কে! পুরসভার দ্বারস্থ উদ্যোক্তারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement