সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত আর অস্ট্রেলিয়ার (India vs Australia) লড়াই হবে বাইশ গজে আর স্লেজিং হবে না, এ আবার হয় নাকি! ওভালেও শুরু হয়ে গিয়েছে কথার লড়াই। যদিও তা এখনও সীমা ছড়ায়নি। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) কড়া চাহনি হেনেছেন লাবুশেনের (Marnus Labuschagne ) দিকে। আর তাতেই চর্চা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রোহিত শর্মা টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান। উসমান খোয়াজাকে ফিরিয়ে শুরুতে আঘাত হানেন মহম্মদ শামি। মহম্মদ সিরাজ ষষ্ঠ ওভারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচকে ‘বড়দের খেলা’য় পর্যবসিত করেন। লাবুশেনের দিকে শীতল দৃষ্টি হানেন সিরাজ। দু-চারটে শব্দ আদানপ্রদান হয় সিরাজ ও লাবুশেনের মধ্যে। অষ্টম ওভারের প্রথম বলেই সিরাজের ডেলিভারি এসে আছড়ে পড়ে লাবুশেনের বৃদ্ধাঙ্গুষ্ঠে। আপাত নিরীহ ক্রিকেট ফাইনাল হঠাৎই অন্যরকম দেখায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। লাবুশেনের দিকে তাকিয়ে রয়েছেন সিরাজ, এমন ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। লেখা হয়, ‘সিরাজ বনাম লাবুশেন…শুরু হয়ে গিয়েছে লড়াই।’
[আরও পড়ুন: অশ্বিনের উপরেই পড়ল কোপ, রোহিত বলছেন, ‘দলের প্রয়োজনেই বাদ দিতে হয়েছে’]
সোশ্যাল মিডিয়ায় লাবুশেনের আঙুলে বল লাগার ছবি পোস্ট করা হয়। সেখানে আবার লেখা হয়েছে, লাবুশেনের বুড়ো আঙুলে যখন লাগল। সিরাজের উদ্দেশে চিৎকার করে উঠে শুভমান গিল বলল, ‘আঙুল ভেঙে দে সিরাজ।’
যদিও সত্যি সত্যিই শুভমান গিল এমন কথা বলেছিলেন কিনা, তা জানা নেই। লাঞ্চের পরে দেখা গেল, মহম্মদ শামির একটি বেরিয়ে যাওয়া ডেলিভারি আগেই পড়ে ফেলেছেন স্টিভ স্মিথ। তিনি ইশারা করে সেটাই দেখাচ্ছিলেন স্মিথকে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে স্লেজিং আর অতীতের মতো উত্তাপ ছড়ায় না। অজি ক্রিকেটাররা আইপিএল খেলেন। ভারতের অনেক ক্রিকেটারই অজিদের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন। ফলে স্লেজিংয়ে আগের সেই তীব্রতা আর নেই। যদিও বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন। দিল্লি এখনও বহু দূর।