shono
Advertisement

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

আগামী ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অবধি তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। The post শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি অভিনেতা সন্তু মুখোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 PM Feb 05, 2020Updated: 09:12 PM Feb 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতেই প্রবীণ শিল্পীর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। বাবার শারীরিক অবস্থা দেখে দেরি করেননি স্বস্তিকা মুখোপাধ্যায়, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান।

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ তীব্র শ্বাসকষ্টের জেরে হাসপাতালে ভরতি করতে হয়েছে সন্তু মুখোপাধ্যায়কে। বর্তমানে তিনি ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসারত। শ্বাসকষ্টের পাশাপাশি রয়েছে ড্রাউজিনেসের সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে। অভিনেতাকে আপাতত আইটিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে বাড়িতে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে সন্তু মুখোপাধ্যায়কে দ্রুত ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর মেয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়ামের মাত্রাও অনেকটা পড়ে যায়। আর তার সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই।

[আরও পড়ুন: ‘অন্তর্বাস কি বাড়িতেই ফেলে এসেছ?’, খোলামেলা পোশাকের জন্য কটাক্ষের শিকার নুসরত ]

দীর্ঘদিন ধরেই হাইপারটেনশন এবং মধুমেহ রোগী ৬৮ বছরের অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন সন্তু মুখোপাধ্যায়। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অবধি তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে।

প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন সন্তু মুখোপাধ্যায়। বর্তমানে বেশ কিছু ধারাবাহিকেও নিয়মিতভাবে অভিনয় করছেন তিনি।

[আরও পড়ুন: বেবি বাম্পের ছবি ফাঁস করলেন কোয়েল, শুভেচ্ছা জানালেন মিমি-নুসরত-শ্রাবন্তীরা ]

The post শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি অভিনেতা সন্তু মুখোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement