shono
Advertisement

Breaking News

Viral Video: ধোনিকে সামনে পেয়েই জড়িয়ে ধরলেন Ranveer Singh, আড্ডা দিতে বসলেন পায়ের কাছে!

ধোনিকে বড় ভাই বলে ডাকলেন রণবীর।
Posted: 01:36 PM Jul 26, 2021Updated: 01:36 PM Jul 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো ফ্যানবয় মোমেন্ট। আর তাই তো নিজের তারকা সুলভ আচরণকে একেবারে ঝেড়ে ফেলে রণবীর সিং (Ranveer Singh) হলেন ধোনিতে (Mahendra Singh Dhoni) মগ্ন! খেলার মাঠে সুযোগ পেয়ে জড়িয়ে ধরলেন। এমনকী, সুযোগ পেয়ে ধোনির পায়ের সামনে বসে গল্পে হলেন মশগুল!

Advertisement

হ্যাঁ, ঠিক এমনটিই ঘটেছে মুম্বইয়ের অল স্টার ফুটবল ক্লাবে। এই ক্লাবের সদস্য রণবীর সিং ও মহেন্দ্র সিং ধোনি। ক্লাবের এক ফুটবল ম্যাচে ধোনি ও রণবীরকে সম্প্রতি দেখা গিয়েছে ফুটবল খেলতে। খেলার শেষে রণবীর তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, ধোনিকে সামনে পেয়ে জড়িয়ে ধরেছেন রণবীর। শুধু তাই নয়, মাঠের একপাশে, ধোনির পায়ের সামনে বসে আড্ডা দিয়েছেন বেশ খানিকক্ষণ।

রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম স্টোরি।

[আরও পড়ুন: মেয়ে হলে তাকে কী শেখাবেন Nusrat Jahan? ফেসবুক লাইভে খোলসা করলেন হবু মা]

রণবীর এই ছবি শেয়ার করে লিখলেন, বড় দাদার চরণেই থাকতে চাই! রণবীর সিং বরাবরই খেলা প্রেমিক এক মানুষ। সুযোগ পেলেই কখনও ক্রিকেট, কখনও ফুটবল খেলতে দেখা যায় রণবীরকে। নিজেকে ফিট রাখতেও রণবীর খেলাকে বেছে নেন।

 

 

মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর সিংয়ের ছবি ‘৮৩’। এই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। অন্যদিকে অক্ষয় কুমার, অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধে সূর্যবংশী ছবিতেও অভিনয় করেছেন রণবীর। করোনা আবহেও বার বার পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। তবে ধোনির সঙ্গে ঠিক কী আলোচনায় মত্ত ছিলেন রণবীর, তা খোলসা করেননি। শুধু ধোনিতে মগ্ন হয়ে থাকতে দেখা গিয়েছে বলিউডের এই নায়ককে।

[আরও পড়ুন: বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের রিমেক হচ্ছে তামিল ভাষায়!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement