shono
Advertisement
Vietnam

তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

মঙ্গলবার অনেক রাতে নয়াদিল্লি পৌঁছন তিনি।
Published By: Biswadip DeyPosted: 10:12 AM Jul 31, 2024Updated: 10:12 AM Jul 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের ভারত সফরে নয়দিল্লি পৌঁছলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। মঙ্গলবার অনেক রাতে তিনি বিমান থেকে নামেন। ভারত ও ভিয়েতনামের মধ্যে বহু পুরনো সম্পর্ক। এবারের সফরে সেই যোগসূত্র আরও মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ফাম মিন চিনকে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নয়াদিল্লি পৌঁছেছেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাই। ভারত এবং ভিয়েতনামের মধ্যে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। এই সফর আমাদের কৌশলী অংশীদারিকে আরও শক্তিশালী করবে।'

[আরও পড়ুন: গাড়ি চুরি করতে গিয়ে চালককেই পিষে দিল দুষ্কৃতী! জাকারিয়া স্ট্রিটে আতঙ্ক]

জানা গিয়েছে, ভিয়েতনামের প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে প্রথাগত ভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন মহাত্মা গান্ধীকে। ওইদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর।

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিয়েতনাম সফরের পর থেকেই দুই দেশের কৌশলী অংশীদারিত্ব নতুন এক মাত্রা পায়। দেশের 'অ্যাক্ট ইস্ট' নীতি ও ইন্দো-প্যাসিফিক লক্ষ্যের ক্ষেত্রে ভিয়েতনামকে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে আগেই উল্লেখ করেছেন মোদি। এই পরিস্থিতিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে আগ্রহী নয়াদিল্লি। সেদিক দিয়ে দেখলে ভিয়েতনামের (Vietnam) প্রধানমন্ত্রীর ভারত সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

[আরও পড়ুন: বেআইনি দখল উচ্ছেদ শিলিগুড়িতে, খোদ মেয়র পারিষদের বাধার মুখে পুরকর্মীরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনদিনের ভারত সফরে নয়দিল্লি পৌঁছলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
  • মঙ্গলবার অনেক রাতে তিনি বিমান থেকে নামেন। ভারত ও ভিয়েতনামের মধ্যে বহু পুরনো সম্পর্ক।
  • এবারের সফরে সেই যোগসূত্র আরও মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement