shono
Advertisement

বিজয় হাজারেতে গোয়ার বিরুদ্ধে বিরাট জয়, তবুও চিন্তায় লক্ষ্মীরতনের বাংলা!

বোলারদের দাপটেই বাজিমাত বাংলার।
Posted: 08:36 PM Dec 03, 2023Updated: 08:52 PM Dec 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে আবারও জয় ছিনিয়ে নিল বাংলা। রবিবার গোয়াকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে পৌঁছে গেলেন লক্ষ্মীরতন শুক্লারা। তবে তা সত্ত্বেও চিন্তার ভাঁজ যাচ্ছে না তাঁদের।

Advertisement

এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান সুদীপ ঘরামি। বাংলার বোলারদের দাপটে ২৮.৪ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় গোয়া। আকাশ দীপ এবং মহম্মদ কাইফ তিনটি করে উইকেট তুলে নেন। জবাবে মাত্র ২ উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।

[আরও পড়ুন: চার রাজ্যের ভোটযুদ্ধে হেভিওয়েটরা, আমজনতার রায়ে কার জয়, কে পরাস্ত?]

কিন্তু ঠিক কী কারণে চিন্তায় বাংলায়? আসলে অঙ্কের জটিলতার জন্য এখনও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা নিয়ে সংশয়ে দল। ৫ ম্যাচে অভিমন্যু ঈশ্বরণদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট তামিলনাড়ুর। এক ম্যাচ বেশি খেলে আবার ১৬ পয়েন্টে মধ্যপ্রদেশও। তিন দলের মধ্যে রান রেটে এগিয়ে এক নম্বরে বাংলা। তবে সুদীপ ঘরামিদের শেষ ম্যাচ শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে। অন্যদিকে শেষ ম্যাচে তামিলনাড়ুর প্রতিপক্ষ নাগাল্যান্ড। তামিলনাড়ু যে সহজেই নাগাল্যান্ডকে হারিয়ে দেবে, এমনটাই ধারণা বাংলা শিবিরের। তেমনটা হলে তামিলনাড়ু শেষ করবে ২০ পয়েন্টে। কিন্তু পাঞ্জাবকে হারিয়ে ২০ পয়েন্টে পৌঁছে গেলেও শীর্ষস্থানে থাকবে না। যেহেতু গ্রুপ পর্বে তামিলনাড়ুর কাছে পরাস্ত হয়েছিল বাংলা, তাই নিয়ম মেনে দীনেশ কার্তিকরা এক নম্বর জায়গাটি দখল করবেন।

ফলে হিসাব বলছে, পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা জিতলে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নক আউটে পৌঁছবে। তবে পাঞ্জাব বড় ব্যবধানে বাংলাকে হারালে নেট রান রেটে এগিয়ে যেতে পারে পাঞ্জাব। বিজয় হাজারেতে পাঁচ গ্রুপের সেরা পাঁচ দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা পাঁচ দল এবং তৃতীয় স্থানে থাকা একটি দল – সব মিলিয়ে ৬টি দল উঠবে শেষ ষোলোয়। সেখান থেকে তিন জয়ী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাই শীর্ষস্থানে শেষ করতে না পারলে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে হবে বাংলাকে।

[আরও পড়ুন: প্রথমবার বিদেশের মাটিতে আইপিএলের মিনি নিলাম, ভারত থেকে সরবে টুর্নামেন্টও?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement