shono
Advertisement

রাম রণবীর, রাবণ যশ, বিভীষণ বিজয় সেতুপতি, নতুন ‘রামায়ণে’ বড় চমক!

বলিউড-দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে বড় চমক।
Posted: 04:40 PM Jan 27, 2024Updated: 04:40 PM Jan 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অযোধ্যায় রামনামে একাকার হয়েছিল বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। রামমন্দির প্রাঙ্গনে যেমন নজর কেড়েছিলেন বলিপাড়ার কাপুর-বচ্চনরা, তেমনই রামজোয়ারে ভাসতে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টারদেরও। এবারও সেই রামনামের জোরেই এক ছাতার তলায় আসতে চলেছেন বলিউড ও দক্ষিণাত্যভূমের তারকারা। নেপথ্যে যদিও পরিচালক নীতিশ তিওয়ারি। তবে অনুঘটক সেই রামই।

Advertisement

নীতিশ তিওয়ারির ফ্রেমে নতুন ‘রামায়ণ’ তৈরি হতে চলেছে। বলিউড-দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে বড় চমক। গতবছর আদিপুরুষ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল! পরে শোনা গেল, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলের কথা ভেবেছিলেন নির্মাতারা। এবার শোনা যাচ্ছে, নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে। ‘জওয়ান’, ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পর থেকে সেতুপতি হিন্দি ছবির দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যেই নীতিশরে সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে সেতুপতির। যদিও সই-সাবুদ হয়নি, তবে অভিনেতার নাকি ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন।

[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ছাড়াই ভারতে নিক জোনাস, ‘জামাইবাবু বউ কোথায়?’ প্রশ্ন পাপারাজ্জিদের]

এই স্টার কাস্টিং যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতীয় দর্শকরা যে এক অন্যতম ম্যাগনাম অপাস উপহার পেতে চলেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সানি দেওল, রণবীর কাপুর হোক বা যশ, বিজয় সেতুপতি ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যেকের জনপ্রিয়তাই মারাত্মক। উপরন্তু নীতিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।” সীতার ভূমিকায় আলিয়া ভাটের অভিনয় করার কথা থাকলেও পরে কানাঘুষো শোনা যায় নির্মাতারা নাকি দক্ষিণী অভিনেত্রীকে সাই পল্লবীকে চূড়ান্ত করেছেন সীতার চরিত্রে।

[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোট দেখিয়েও বক্স অফিসে খাবি খাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’! আয় কত? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement