সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাটআউটে জুতোর মালা, কালি। মঙ্গলবার রাজভবনের গেটের বাইরে ঘটল এমনই ঘটনা। হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের তরফ থেকে এই কর্মসূচি এদিন নেওয়া হয়েছে। ঘটনায় বিজেপির তরফ থেকে ক্ষোভপ্রকাশ করা হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। বাংলায় বিজেপি হিন্দুত্ববাদের জোরালো তাস খেলতে চাইছে, সেই অভিযোগ উঠেছে। হিন্দুত্ব নিয়ে প্রচারের মধ্যে দিয়ে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি ও শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলের একাংশের থেকে। এবার রামনবমী ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদের জিগির তুলেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। সেই অভিযোগও ওঠে।
এইসব ইস্যু নিয়েই কলকাতার রাজভবনের গেটের বাইরে এদিন জড়ো হয়েছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের সদস্যরা। বেশ কিছু সময় বিক্ষোভ চলে। বিক্ষোভকারীরা শুভেন্দু অধিকারীর একটি কাটআউটও সঙ্গে নিয়ে এসেছিলেন। সেই কাউআউটের গলায় জুতোর মালা পরানো হয়। শুধু তাই নয়, কালিও দেওয়া হয় কাটআউটে। সংগঠনের সভাপতি শ্রীকান্ত ঘোষ শুভেন্দুকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। বিজেপি ও শুভেন্দু অধিকারীরা বাংলার বুকে সাম্প্রদায়িক রাজনীতি করছেন। এই অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশনও দেওয়া হয়েছে বলে খবর।
এই ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষ। পুলিশের সামনেই এই বিক্ষোভ হয়েছে। রাজ্যপালের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি দাবি করেন। এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি জানান, হাওড়া-সহ অন্যান্য জায়গায় ধর্মের নামে অশান্তির ছড়ানোর চেষ্টা হয়েছে। সেই জায়গার মানুষেরও বিক্ষোভ দেখানোর অধিকার আছে।