সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ইস্তফা দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে ফেললেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মন্ত্রী বিক্রমাদিত্য সিং। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় নিজের ইস্তফাপত্র ফিরিয়ে নিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে ব্যাপক ক্রসভোটিং হয়। সেখানে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৬জন কংগ্রেস (Congress) বিধায়ক। তার পরেই হিমাচলে আস্থা ভোট চেয়ে সুর চড়ায় বিজেপি। এহেন পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে দেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র বিক্রমাদিত্য সিং। বুধবার সকালেই হিমাচল প্রদেশের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।
[আরও পড়ুন: ঝাড়খণ্ডের জামতাড়ায় বড়সড় রেল দুর্ঘটনা, অন্তত ১২ জনকে পিষে দিল ট্রেন]
গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে হিমাচলের কংগ্রেস সরকারের ভবিষ্যৎ। এহেন পরিস্থিতিতে দলের সরকার বাঁচাতে তলব করা হয় ডিকে শিবকুমারকে (DK Shivakumar)। শিবকুমার অতীতে একাধিকবার কংগ্রেসকে সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন তিনি। এবার হিমাচলের গদি বাঁচাতে পারেন কিনা, সেদিকে নজর ছিল সকলের। তবে দায়িত্ব পেয়েই ম্যাজিক দেখালেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী।
বুধবার সকালে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে তোপ দেগে ইস্তফা দিয়েছিলেন বিক্রমাদিত্য। সেই পরিস্থিতিতে শোনা যায়, মুখ্যমন্ত্রী বদলের কথা ভাবতে পারে কংগ্রেস। তার পরেই নিজের ইস্তফাপত্র ফিরিয়ে নেন বীরভদ্র সিংয়ের পুত্র। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন বিক্রমাদিত্য?