shono
Advertisement

Breaking News

তীব্র দাবদাহের মাঝে বিদ্যুৎ ছাড়াই ১৪ দিন ধরে নাজেহাল, অবশেষে গ্রামে বসল ট্রান্সফরমার

বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা।
Posted: 01:49 PM Apr 29, 2022Updated: 03:54 PM Apr 29, 2022

অভিষেক চৌধুরী, কালনা: তীব্র দাবদাহে জেরবার সকলে। তার মধ্যে ১৪ দিন ধরে বিদ্যুৎহীন গ্রাম! নাজেহাল দশায় কাটালেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলির দু’নম্বর ব্লকের কাদাপাড়া এলাকার গ্রামবাসীরা।  তবে শুক্রবার সেই বেহাল দশা কাটল। গ্রামে বসল নতুন ট্রান্সফরমার। জ্বলল আলো, ঘুরল পাখা, ধড়ে যেন প্রাণ এল গ্রামবাসীদের। 

Advertisement

টানা ১৪ দিন ধরে বিদ্যুৎহীন গ্রাম। বন্ধ পাখা, জ্বলছে না আলো। বেলা বাড়তেই হাঁসফাঁস গরমে নাজেহাল শিশু থেকে বৃদ্ধ। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবে থাকছে গ্রাম। সম্বল শুধুমাত্র হাতপাখা। চরম সমস্যায় কালনার পূর্বস্থলি থানার কাঁলেকাতলা ১ পঞ্চায়েতের বিশ্বরম্ভা কাঁদাপাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, এই গরমের মধ্যে ১৪ দিন ধরে ট্রান্সফারমার বিকল হয়ে রয়েছে। অভিযোগ, কোনও ভ্রূক্ষেপ নেই বিদ্যুৎ দপ্তরের।

গ্রামবাসী।

[আরও পড়ুন: ঐক্য ফেরাতে বঙ্গ বিজেপিতে দিল্লির জোড়াতালি ফর্মুলা, লকেটকে ‘গিলতে’ বাধ্য হলেন সুকান্ত]

স্থানীয়দের কথায়, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই টানা দু’সপ্তাহ ধরে বিদ্যুৎহীন গোটা গ্রামের প্রায় ১৮০ টি বাড়ি। সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। উলটে অভিযোগ জানাতে গিয়ে, পুলিশি হয়রানির মুখেও পড়তে হয়েছে তাঁদের। এদিকে তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শোচনীয় অবস্থা রোগীদের। কাহিল হয়ে পড়েছে শিশুরা। হাতপাখাকেই সম্বল করে কাটছে দিন। তীব্র গরমে কখনও কখনও ঘরের মধ্যে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় সরব হয়েছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। তবে দুপুর গড়িয়ে যাওয়ার পর দেখা গেল, সমস্যার অবসান ঘটেছে। গ্রামে বসেছে নতুন ট্রান্সফরমার। ১৪ দিন ফিরল বিদ্য়ুৎ। পাখা ঘুরল, আলো জ্বলায় ঘুচল আঁধার। 

[আরও পড়ুন: রাজনীতি ভুলে সৌজন্য! প্রাক্তন সিপিএম নেতার জন্য বুস্টার ডোজের ব্যবস্থা করলেন তৃণমূল নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার