shono
Advertisement
Vinod Kambli

'শচীন আমার জন্য সব করেছে', অসুস্থতা নিয়ে মুখ খুললেন কাম্বলি, রিহ্যাবে যেতেও তৈরি প্রাক্তন তারকা

কোন রোগে ভুগছেন কাম্বলি?
Published By: Arpan DasPosted: 12:13 PM Dec 13, 2024Updated: 04:43 PM Dec 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে ভাইরাল হয়েছিল শচীন ও কাম্বলির একটি ভিডিও। যেখানে মাস্টার ব্লাস্টারের হাত ধরে টানছেন তাঁর বন্ধু ও প্রাক্তন সতীর্থ। যা দেখে মনে হচ্ছিল কাম্বলি গুরুতর অসুস্থ। সেই ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন তারকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কপিল দেব, গাভাসকররা। এবার অসুস্থতা নিয়ে মুখ খুললেন খোদ বিনোদ কাম্বলি। জানালেন, শচীন তাঁর জন্য অনেক কিছু করেছেন।

Advertisement

দুজনের উত্থান প্রায় একই সময়ে। এক সময়ে বিশ্লেষণ চলত প্রতিভার বিচারে দুই বন্ধুর মধ্যে কে এগিয়ে? কিন্তু সময়ের ধারাপাতে শচীন হয়ে গিয়েছেন কিংবদন্তি। আর রমাকান্ত আচরেকরের আরেক ছাত্র ক্রমশ হারিয়ে গিয়েছেন। মদ্যপান থেকে উচ্ছ্বৃঙ্খল জীবনযাপন, কাম্বলির পতনের জন্য অনেক কারণকেই দায়ী করা হয়। যদিও দুজনের বন্ধুত্ব অটুট রয়েছে। আবার একটা মহলের অভিযোগ, কাম্বলিকে আরও সাহায্য করা উচিত ছিল শচীনের।

অবশেষে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন কাম্বলি (Vinod Kambli)। তিনি জানিয়েছেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন তিনি। এমনকী মাসখানেক আগে অজ্ঞানও হয়ে যান। তবে আপাতত সুস্থ আছেন। তিনি বলেন, "আমি এখন অনেকটাই ভালো আছি। আমার স্ত্রী দেখভাল করছেন। আমাকে তিনটি আলাদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার পরিবার প্রতিমূহূর্তে সাহস দিতে থাকে যে, আমাকে ভালো হয়ে উঠতেই হবে। আমি রিহ্যাবে যেতেও তৈরি। আমি কোনও কিছুকেই ভয় পাই না। পরিবারের সবাই আমার পাশে আছে।"

আর শচীন? তিনি কি কাম্বলির খারাপ সময়ে পাশে ছিলেন? ছোটবেলার বন্ধুর অবদানের কথা মুক্তকণ্ঠে স্বীকার করছেন কাম্বলি। তিনি বলছেন, "একসময়ে আমার মনে হত, শচীন আমাকে সাহায্য করেনি। খুব হতাশায় ভুগতাম। কিন্তু শচীন আমার জন্য সব করেছে। ২০১৩-য় আমার দুটো সার্জারির পুরো টাকা ও দিয়েছিল। যখনই আমার কথা বলি, ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়ে।" শুধু চিকিৎসার সময়, ক্রিকেট নিয়ে বহু পরামর্শ দিয়েছেন শচীন। সেকথাও জানিয়েছেন কাম্বলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক আগে ভাইরাল হয়েছিল শচীন ও কাম্বলির একটি ভিডিও।
  • যা দেখে মনে হচ্ছিল কাম্বলি গুরুতর অসুস্থ। সেই ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন তারকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কপিল দেব, গাভাসকররা।
  • এবার অসুস্থতা নিয়ে মুখ খুললেন খোদ বিনোদ কাম্বলি। জানালেন, শচীন তাঁর জন্য অনেক কিছু করেছেন।
Advertisement