সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আই উইল ব্রেক দ্য ল’- এ যে স্রেফ টি-শার্ট প্রিন্ট নয়, বরং দলীয় বার্তা তাই কাজে করে দেখাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা৷ সুপ্রিম কোর্টের আদেশকে বুড়ো আঙুল দেখিয়েই ৪৯ ফুটের মানব পিরামিডের উপরে ১২ বছরের এক কিশোরকে তুলে সেলিব্রেট করা হল দহি হান্ডি৷
রাজ ঠাকরের ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই দহি হান্ডির৷ দুর্ঘটনা রুখতে এবছর থেকেই দহি হান্ডি সেলিব্রেশনে কিছু নিয়ম আরোপ করেছিল সুপ্রিম কোর্ট৷ দহি হান্ডির মানব পিরামিডের উচ্চতা যেমন ২০ ফুটে বেঁধে দেওয়া হয়েছিল, তেমনই পিরামিডের উপরে যে উঠবে তার বয়স যেন কমপক্ষে ১৮ বছর হয়, এই নির্দেশও দেওয়া হয়েছিল৷ কিন্তু সে নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই নবনির্মাণ সেনার কর্মীরা সেলিব্রেট করলেন দহি হান্ডি৷ গোড়া থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ ঠাকরে৷ আর তাই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালতের রায় অমান্য করতে৷ থানের দলীয় প্রধান অবিনাশ যাদবের টি-শার্টেই লেখা ছিল, আইন ভাঙার বার্তা৷ তা যে নেহাত কথার কথা নয়, তা দেখা গেল এদিনের আইন অমান্যে৷
সর্বোচ্চ আদালতের রায় এভাবে অমান্য করায় ক্ষুব্ধ প্রশাসন৷ মুম্বই পুলিশ জানিয়েছে, যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷
The post ৪৯ ফুট উঁচুতে দহি হান্ডি, নিয়ম ভাঙল নবনির্মাণ সেনা appeared first on Sangbad Pratidin.