shono
Advertisement

৪৯ ফুট উঁচুতে দহি হান্ডি, নিয়ম ভাঙল নবনির্মাণ সেনা

সুপ্রিম কোর্টের আদেশকে বুড়ো আঙুল দেখিয়েই ৪৯ ফুটের মানব পিরামিডের উপরে ১২ বছরের এক কিশোরকে তুলে সেলিব্রেট করা হল দহি হান্ডি৷ The post ৪৯ ফুট উঁচুতে দহি হান্ডি, নিয়ম ভাঙল নবনির্মাণ সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:35 AM Aug 26, 2016Updated: 07:05 PM Aug 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আই উইল ব্রেক দ্য ল’- এ যে স্রেফ টি-শার্ট প্রিন্ট নয়, বরং দলীয় বার্তা তাই কাজে করে দেখাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা৷ সুপ্রিম কোর্টের আদেশকে বুড়ো আঙুল দেখিয়েই ৪৯ ফুটের মানব পিরামিডের উপরে ১২ বছরের এক কিশোরকে তুলে সেলিব্রেট করা হল দহি হান্ডি৷

Advertisement

রাজ ঠাকরের ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই দহি হান্ডির৷ দুর্ঘটনা রুখতে এবছর থেকেই দহি হান্ডি সেলিব্রেশনে কিছু নিয়ম আরোপ করেছিল সুপ্রিম কোর্ট৷ দহি হান্ডির মানব পিরামিডের উচ্চতা যেমন ২০ ফুটে বেঁধে দেওয়া হয়েছিল, তেমনই পিরামিডের উপরে যে উঠবে তার বয়স যেন কমপক্ষে ১৮ বছর হয়, এই নির্দেশও দেওয়া হয়েছিল৷ কিন্তু সে নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই নবনির্মাণ সেনার কর্মীরা সেলিব্রেট করলেন দহি হান্ডি৷ গোড়া থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ ঠাকরে৷ আর তাই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালতের রায় অমান্য করতে৷ থানের দলীয় প্রধান অবিনাশ যাদবের টি-শার্টেই লেখা ছিল, আইন ভাঙার বার্তা৷ তা যে নেহাত কথার কথা নয়, তা দেখা গেল এদিনের আইন অমান্যে৷

সর্বোচ্চ আদালতের রায় এভাবে অমান্য করায় ক্ষুব্ধ প্রশাসন৷ মুম্বই পুলিশ জানিয়েছে, যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷

The post ৪৯ ফুট উঁচুতে দহি হান্ডি, নিয়ম ভাঙল নবনির্মাণ সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement