সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকাশশীল ইনসান পার্টির (VIP) প্রধান তথা বিহারের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানির (Mukesh Sahani) বাবা খুন। মঙ্গলবার সকালে দ্বারভাঙা জেলার সুপাউল বাজার এলাকায় নিজের পৈতৃক বাড়ি থেকে উদ্ধার হয় মুকেশ সাহানির পিতা যতীন সাহানির মৃতদেহ। বিহারে এই ভিআইপি দল ইন্ডিয়া জোটের শরিক। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে বিহার রাজনীতিতে। কে বা কারা এই খুন করল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিহার পুলিশ।
মঙ্গলবার সকালে এই খুনের কথা প্রকাশ্যে আনেন দ্বারভাঙা জেলার এসএসপি জগন্নাথ রেড্ডি। স্থানীয় এক সাংবাদিক যতীনের রক্তাক্ত মৃতদেহের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেন। যা দেখে স্পষ্ট যে, নৃশংসভাবে ছুরি দিয়ে বার বার আঘাত করে খুন করা হয়েছে ওই ব্যক্তি। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, প্রবল আক্রোশের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। ঘুমের মধ্যেই তাঁর উপর হামলা চালায় আক্রমণকারী। তবে কে বা কারা এই খুনে জড়িত তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে তীর্থযাত্রীদের বাস! মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫ পুণ্যার্থী, আহত বহু]
পুলিশের প্রাথমিক অনুমান, হামলাকারী হয়ত সাহানি পরিবারের পরিচিত কেউ। কোনও পুরানো শত্রুতার জেরেই এই আক্রমণ চালানো হয়। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক যোগও এড়িয়ে যাচ্ছে না পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বর্তমানে দলীয় কাজে হায়দরাবাদে রয়েছেন মুকেশ। সেখানেই পিতার মৃত্যুর খবর শোনেন তিনি। জানা যাচ্ছে, রাত ৯টা নাগাদ বাড়ি ফিরবেন তিনি।
উল্লেখ্য, বিহারে বিরোধী রাজনৈতিক দল হিসেবে ব্যাপক দাপট রয়েছে ভিআইপি পার্টির। রাজ্যে কংগ্রেস, আরজেডির মহাজোটের অংশ ছিল এই দল। খাগাড়িয়া লোকসভা কেন্দ্র থেকে এবার লড়াইও করেছিলেন মুকেশ। যদিও নির্বাচনে হারতে হয় তাঁকে। বিহারে জোট সরকারে মন্ত্রীও ছিলেন মুকেশ।