সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দুর্দান্ত ক্যাচ ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। সূর্যের সঙ্গে তিরাশি বিশ্বকাপের ফাইনালে কপিল দেবের ক্যাচের মিল খুঁজে পান অনেকে।
এবার পাকিস্তানের পার্বত্য এলাকায় এক যুবকের দুরন্ত ক্যাচ দেখে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে ভেসে উঠলেন সূর্য।
[আরও পড়ুন: কোপা ফাইনালে মারাত্মক চোট, কবে মাঠে ফিরবেন মেসি?]
সোশাল মিডিয়ায় প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া এরকমই এক ভিডিওয় দেখা যাচ্ছে, পাকিস্তানের কয়েকজন যুবক পাহাড়ি এলাকায় ক্রিকেট খেলতে ব্যস্ত। পাকিস্তানে ক্রিকেট খুবই জনপ্রিয়। পাহাড়ি রাস্তা হোক বা ঊষর প্রান্তর, ক্রিকেটে মেতে উঠতে দেখা যায় সেখানকার ক্রিকেটপ্রেমী ছেলেদের।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যাটার উঁচু করে একটি শট মারেন। সেই ক্যাচ ধরার জন্য উইকেট কিপার অনেকটাই ছুটে গিয়ে এক হাতে ক্যাচ নেন। সেই ক্যাচই সূর্যকুমার যাদবের স্মৃতি উসকে দেয়।
পাহাড়ি এলাকায়, পাথর ছড়ানো রাস্তায় দৌড়তে দৌড়তে এক হাতে ক্যাচ ধরা খুবই কঠিন। কিন্তু সেই ছেলেটির ক্যাচ ধরা দেখে হতবাক হয়ে যান সবাই।
সোশাল মিডিয়ার দৌলতে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, পাকিস্তানের একটি ছেলের বোলিং অ্যাকশনের সঙ্গে জশপ্রীত বুমরাহর বোলিংয়ের হুবহু মিল রয়েছে। স্বয়ং ওয়াসিম আক্রমও প্রশংসা করেন সেই ছেলেটির। এবার সূর্যর ম্যাচ জেতানো ক্যাচের সঙ্গে পাক যুবকের মিল পাচ্ছেন অনেকেই।