সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট মানেই রেকর্ড। প্রায় প্রতিদিনই নিজের কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ইন্দোরে ভারতের অনবদ্য জয়ের দিনেও জোড়া রেকর্ডের মালিক হলেন কোহলি (Virat Kohli)। একই দিনে তিনি ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মার রেকর্ড।
টি-টোয়েন্টিতে দ্রুততম অধিনায়ক হিসেবে এক হাজার রান পূর্ণ করলেন কোহলি। এর আগে এই রেকর্ড ছিল টিম দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির দখলে। তিনি মাত্র ৩১টি টি-টোয়েন্টি ইনিংসে ১ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান। কোহলি অধিনায়ক হিসেবে এই হাজার রানের গণ্ডি পেরলেন ৩০ তম ইনিংসে। অর্থাৎ ডু প্লেসির থেকে এক ইনিংস কম খেলেই হাজার রানে পৌঁছালেন বিরাট।
[আরও পড়ুন: ব্যাটে-বলে দুরন্ত ভারত, শ্রীলঙ্কাকে হেলায় হারালেন বিরাটরা]
ভারতীয়দের মধ্যে এর আগে অধিনায়ক হিসেবে ধোনির দখলে ছিল ১ হাজারের বেশি রান। তিনি আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৬২টি ম্যাচে ১ হাজার ১১২ রান করেন। এদিন কোহলি মাত্র ৩০ ইনিংসে পেরলেন হাজার রানের গণ্ডি। একই সঙ্গে গোটা বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে কোহলি এক হাজার রান পেরলেন। কোহলি ছাড়াও কেন উইলিয়ামসন, ইয়ন মর্গ্যানের মতো অধিনায়করা টি-টোয়েন্টিতে এক হাজারের বেশি রান করেছেন।
[আরও পড়ুন: “আমাদের সমালোচনা করুন, পরিবারকে জড়াবেন না”, কেন এমন বললেন রোহিত?]
অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান স্কোরার হওয়ার লড়াইয়ে আরও একবার রোহিত শর্মাকে হারিয়ে দিলেন কোহলি। ইন্দোরে নামার আগে রোহিতের থেকে মাত্র ১ রানে পিছিয়ে ছিলেন কোহলি। এদিন রোহিতকে টপকে গিয়েছেন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির মোট রান ২ হাজার ৬৬৩। রোহিত তাঁর থেকে ২৯ রান পিছিয়ে। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে রয়েছেন রোহিত। তাই কোহলির কাছে সুযোগ থাকছে এই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। উল্লেখ্য, মঙ্গলবার ইন্দোরে বছরের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়েছে ভারত। আর তাতে ১৭ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অধিনায়ক কোহলি।
The post ইন্দোর টি-টোয়েন্টিতে জোড়া রেকর্ড বিরাটের, টপকে গেলেন রোহিত ও ডু প্লেসিকে appeared first on Sangbad Pratidin.