shono
Advertisement

ইতিহাস গড়লেন কোহলি, শচীনকে টপকে দ্রুততম দশ হাজার রানের মালিক বিরাট

অভিনন্দন বিরাট! The post ইতিহাস গড়লেন কোহলি, শচীনকে টপকে দ্রুততম দশ হাজার রানের মালিক বিরাট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Oct 24, 2018Updated: 04:31 PM Oct 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চ প্রস্তুতই ছিল। সেলিব্রেশনের জন্য তৈরি ছিলেন সমর্থকরাও। তাদের হতাশ করলেন না কিং কোহলি। প্রত্যাশামতোই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০ হাজার রানে পৌঁছানোর রেকর্ডটি হস্তগত করে ফেললেন বিরাট কোহলি। হারিয়ে দিলেন শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, জাক কালিসের মতো কিংবন্তীদের।

Advertisement

[অভূতপূর্ব দাবানল বঙ্গ ক্রিকেটে, ২ ম্যাচের ডেডলাইন পেলেন মনোজ-সাইরাজ]

বিশাখাপত্তনম ওয়ান ডে ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন ছিল একটাই। বিরাট কোহলি শচীনের রেকর্ড এই ম্যাচে ভাঙতে পারবেন, নাকি অপেক্ষা করতে হবে আরও একটি ম্যাচের? সে প্রশ্নের উত্তর বিরাট দিয়ে দিলেন নিজের ব্যাট দিয়ে। সমর্থকদের আশা পূরণ করে ভাইজ্যাগেই ইতিহাস গড়ে ফেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দ্রুততম ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের গণ্ডি পেরতো কোহলির প্রয়োজন ছিল ৮১ রান। এদিন ম্যাচের ৩৬ তম ওভারে সেই গণ্ডি পেরিয়ে যান কোহলি। সেই সঙ্গে ভেঙে ফেলেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল তারই দখলে। শচীন দশ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন ২৫৯ ইনিংসে। বিরাট সেই রেকর্ড পেরিয়ে গেলেন ২০৫ ইনিংসেই। অর্থাৎ মাস্টার ব্লাস্টারের থেকে ৫৪ টি ইনিংস কম খেলেই দশ হাজারের গণ্ডি পেরিয়ে গেলেন বিরাট। এই তালিকায় শচীনের পরেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (২৬৩ ইনিংস), রিকি পন্টিং (২৬৬ ইনিংস), জাক কালিস (২৭২ ইনিংস) এবং মহেন্দ্র সিং ধোনি (২৭৩ ইনিংস)। কাকতালীয়ভাবে এদিন বিরাট যখন এই রেকর্ডটি গড়লেন তখন ক্রিজে তাঁর উলটোদিকেই ব্যাটিং করছিলেন ধোনি।

[‘ধোনি ৮০ বছরের হোক বা হুইলচেয়ারে, আমার দলে রাখবই’]

বিরাটের এই সাফল্যে অভিভূত সমর্থক থেকে শুরু করে প্রাক্তনীরা। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, যে গতিতে বিরাট এগোচ্ছেন তাতে আগামিদিনে সীমিত ওভারের ক্রিকেটের সব রেকর্ড তাঁর নামের পাশে লেখা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

>

The post ইতিহাস গড়লেন কোহলি, শচীনকে টপকে দ্রুততম দশ হাজার রানের মালিক বিরাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement