shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি উধাও যাবতীয় পোস্ট, RCB নিয়ে উদ্বিগ্ন বিরাট!

সোশ্যাল মিডিয়ায় নিজেদের নামও পালটে ফেলেছে আরসিবি, ব্যাপারটা কী? The post সোশ্যাল মিডিয়ায় রাতারাতি উধাও যাবতীয় পোস্ট, RCB নিয়ে উদ্বিগ্ন বিরাট! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Feb 13, 2020Updated: 03:01 PM Feb 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর ধরে ট্রফিজয়ের সাধ মেটেনি। নিলামে শক্তিশালী দল গড়েছে ম্যানেজমেন্ট। দলে প্রথম সারির তারকারা খেলেছেন। কিন্তু, কিছুতেই কাঙ্ক্ষিত আইপিএল ট্রফির নাগাল পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সেই ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যমে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে নামছে আরসিবি। কিন্তু, আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলে দিল বেঙ্গালুরুর দলটি।

Advertisement

[আরও পড়ুন: NCA-তে বোলিং প্র্যাকটিস শুরু হার্দিকের, শীঘ্রই দলে ফিরছেন অলরাউন্ডার!]

ফেসবুক, টুইটার থেকে শুরু করে যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাতারাতি নিজেদের সমস্ত প্রোফাইল ছবি উড়িয়ে দিয়েছে আরসিবি। অ্যাকাউন্টের কভার ফটোও সরিয়ে দেওয়া হয়। এমনকী, দলের নামও পালটে দেওয়া হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে নাম রাখা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। আসলে, মঙ্গলবারই আরসিবির সঙ্গে চুক্তি করেছে মুথুট ফিনকর্প নামের অর্থলগ্লি সংস্থা। তারপরই যাবতীয় পরিবর্তন সোশ্যাল মিডিয়ায়। আসলে, নতুন বছরে সবকিছু নতুন করে শুরু করতে চাইছে আরসিবি(RCB)। তবে, সোশ্যাল মিডিয়ায় রাতারাতি এই পরিবর্তন কেন? তা নিয়ে এখনও মুখ খোলেননি আরসিবির কর্তারা।

[আরও পড়ুন: প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে উইকেটহীন বুমরাহ, ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালেন ভারতীয় পেসার]

এদিকে, এসবের বিন্দুবিসর্গ জানতেন না দলের ক্রিকেটাররা। এমনকী, খোদ অধিনায়ক বিরাট কোহলিকেও (Virat Kohli) এবিষয়ে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উদ্বেগপ্রকাশ করে আরসিবি অধিনায়ক বলছেন, “সোশ্যাল মিডিয়ায় সমস্ত পোস্ট উধাও হয়ে গেল অথচ অধিনায়ককেই সেটা জানানো হল না! যদি আপনাদের কোনও সাহায্য প্রয়োজন হয়, তাহলে আমাকে বলুন।” দলের অন্যতম তারকা এবি ডিভিলিয়ার্সও এ নিয়ে টুইট করেছেন। তাঁর কথাতেও প্রকাশ পেয়েছে উদ্বেগ। এবি বলছেন, “আরে আপনাদের টুইটার অ্যাকাউন্টে কী হল? আশা করি, এটা শুধুমাত্র কৌশলগত একটা পরিবর্তন মাত্র।” দলের আরেক ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও আরসিবির উদ্দেশ্যে টুইটারে প্রশ্ন ছুঁড়েছেন। চাহালের প্রশ্ন, “এটা কী ধরনের গুগলি? আপনাদের প্রোফাইল ছবি এবং ইনস্টাগ্রাম পোস্টগুলি কোথায় গেল?”

 

The post সোশ্যাল মিডিয়ায় রাতারাতি উধাও যাবতীয় পোস্ট, RCB নিয়ে উদ্বিগ্ন বিরাট! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement