সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। সেই দলে রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। সেখানে নতুন কীর্তির হাতছানি থাকছে তাঁর জন্য। আর মাত্র ৫৮ রান করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) অনন্য রেকর্ডকে।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন। গড়েছেন অসংখ্য রেকর্ড। সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরি তাঁর দখলে। শচীনের রেকর্ড ভাঙার অন্যতম দাবিদার বলে মনে করা হয় বিরাট কোহলিকে। বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলবেন তিনি। ইতিমধ্যেই তাঁর সেঞ্চুরি সংখ্যা ৮০। যদিও শচীনের সেঞ্চুরির সংখ্যা ১০০।
[আরও পড়ুন: ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা বাংলাদেশের, চোটে বাদ তারকা পেসার]
কিন্তু রানের দিক থেকে 'মাস্টার ব্লাস্টার'-এর একটি রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে বিরাটের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান করতে তাঁর আর মাত্র ৫৪ রান দরকার। শচীন এই রান করেছিলেন ৬২৩ ইনিংসে। কিন্তু বিরাট ৫৯১ ইনিংসে পৌঁছে গিয়েছেন ২৬৯৪২ রানে। ফলে ৬০০ ইনিংসের আগেই ২৭ হাজার রান করে ফেলতে পারবেন বিরাট। আর যদি সেটা সম্ভব হয়, তাহলে ৬০০ ইনিংসের আগে ২৭ হাজার রানে পৌঁছনো প্রথম ক্রিকেটার হবেন বিরাট।
[আরও পড়ুন: মহামেডানে ম্যাকলারেনের সতীর্থ, রোনাল্ডোর দেশের ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাস সাদা-কালো শিবিরে]
শচীন ছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান রয়েছে। সেই তালিকায় নতুন নাম হতে পারেন বিরাট কোহলি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ সিরিজ। বহু দিন পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট। মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে রান পাননি বিরাট। বাংলাদেশের বিরুদ্ধেই কি শচীনের কীর্তি ছাপিয়ে যাবেন তিনি? সেদিকে নজর থাকবে ক্রিকেটভক্তদের।