সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়োজনে টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ওপেন করতে পারেন বিরাট কোহলি। তাঁকেই তৃতীয় ওপেনার হিসাবে ভাবছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বিরাটকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে, টুর্নামেন্টের শুরু থেকে যে লোকেশ রাহুলই (KL Rahul) ওপেন করবেন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন রোহিত।
এশিয়া কাপের (Asia Cup) শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে শতরান করেন কোহলি (Virat Kohli)। অন্যদিকে কেএল রাহুলের ফর্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন চিহ্ন ছিল। কিন্তু এদিন রোহিত স্পষ্ট করে দিলেন, লোকেশ রাহুলকেই ওপেনিংয়ের সঙ্গী হিসাবে তাঁর প্রথম পছন্দ। বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন তিনিই। তবে, কোহলিকে তৃতীয় ওপেনার হিসাবে ভেবে রেখেছে ম্যানেজমেন্ট। বিশ্বকাপে প্রয়োজন পড়লে কয়েকটা ম্যাচে তাঁকে ওপেন করানো হতে পারে।
[আরও পড়ুন: ফুটবলের মতো এবার ক্রিকেটেও সুপার সাব, ম্যাচের মধ্যে নামানো যাবে পরিবর্ত ]
এদিন ওপেনিং প্রসঙ্গে অধিনায়ক বলেন,’বিরাট অবশ্যই ওপেনিংয়ে আমাদের জন্য বিকল্প। ও নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে। আমরা যেহেতু তিন নম্বর ওপেনার হিসাবে কাউকে দলে নিইনি, তাই এই বিকল্পটা আমাদের ভীষণভাবে সাহায্য করবে। আমি রাহুল ভাইয়ের (রাহুল দ্রাবিড়) সঙ্গে কথা বলছিলাম, ঠিক হয়েছে বিশ্বকাপের কয়েকটি ম্যাচে বিরাটকে দিয়ে ওপেন করানো হতে পারে।’ এরপরই অবশ্য রোহিত (Rohit Sharma) জানিয়ে দেন, ‘আমরা বিশ্বকাপের শুরুতে কোনও পরীক্ষানিরীক্ষায় যাব না। কেএল রাহুলই ওপেন করবে। অনেক সময় ওর পারফরম্যান্স অনেকের নজর এড়িয়ে যায়। একটা-দুটো ম্যাচের পারফরম্যান্স দেখে কারও সব অবদান ভুলে যাওয়া উচিত নয়। আমরা জানি কেএল দলে থাকলে আমাদের কতটা সুবিধা হয়। ওর উপস্থিতি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
[আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, বদলে দলে কেকেআর তারকা]
এশিয়া কাপের আগে পর্যন্ত বিরাট কোহলির ফর্ম নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। প্রাক্তনদের একটা অংশও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে কোহলিকে দলে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। কিন্তু এশিয়া কাপে ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন বিরাট। শুধু আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করাই নয়, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। রোহিত এদিন সেকথা মনে করিয়ে দিয়ে বলেন,’আমরা সবসময় দেখি কে কোন স্তরের ক্রিকেটার। আফগানদের বিরুদ্ধে বিরাটের সেঞ্চুরির ইনিংস আমাদের মন ভরিয়ে দিয়েছে।’