সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি কর দিয়েছেন বিরাট কোহলি। সূত্রের খবর, গত অর্থবর্ষে পঞ্চাশ কোটি টাকারও বেশি কর দিয়েছেন তারকা ক্রিকেটার। কিং কোহলি ছাড়াও সর্বোচ্চ করদাতাদের তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকরের মতো তারকারাও।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেলিব্রিটি করদাতাদের তালিকা। সেখানে দেখা যাচ্ছে, বিরাট অঙ্কের আয়কর দিয়েছেন দেশের তারকারা। সেই তালিকায় মূলত জায়গা করে নিয়েছেন ক্রিকেটার এবং অভিনেতারা। ২০২৩-২০২৪ অর্থবর্ষের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছেন শাহরুখ খান। গত অর্থবর্ষে ৯২ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি। কিং খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। তাঁর দেওয়া করের অঙ্ক ৮০ কোটি টাকা। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সলমান খান এবং অমিতাভ বচ্চন।
[আরও পড়ুন: ৬০ বছরে টেস্টে নিকৃষ্টতম র্যাঙ্কিং! বাংলাদেশের কাছে হেরে আরও অন্ধকারে পাকিস্তান]
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। ক্রীড়াবিদদের মধ্যে তিনিই সর্বোচ্চ করদাতা। গত বছরে ৬৬ কোটি টাকা কর দিয়েছেন কিং কোহলি। সর্বোচ্চ করদাতাদের তালিকায় সপ্তম স্থানে মহেন্দ্র সিং ধোনি। তাঁর দেওয়া করের পরিমাণ ৩৮ কোটি টাকা। নবম স্থানে শচীন তেণ্ডুলকর। তিনি ২৮ কোটি টাকা কর দিয়েছেন গত অর্থবর্ষে।
সবচেয়ে বেশি করদাতাদের তালিকায় প্রথম দশে আর কোনও ক্রিকেটার নেই। তবে জায়গা করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (২৩ কোটি টাকা), হার্দিক পাণ্ডিয়া (১৩ কোটি টাকা), ঋষভ পন্থ (১০ কোটি টাকা)। তবে সর্বোচ্চ করদাতাদের তালিকায় উল্লেখযোগ্যভাবে নেই রোহিত শর্মার নাম। করদাতাদের তালিকায় প্রথম দশে রয়েছেন অজয় দেবগণ, রণবীর কাপুর, হৃতিক রোশনের মতো তারকারা। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দেওয়া তারকা করিনা কাপুর।