shono
Advertisement

‘চুপ করে থাকলে…’ WTC ফাইনাল হারের পর পোস্ট বিরাটের, সমালোচকদের কী বার্তা কিংয়ের?

হারের পর টুইট করেছেন শুভমান গিলও।
Posted: 11:16 AM Jun 12, 2023Updated: 11:16 AM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) বারবার সমালোচনার আঙুল উঠেছে বিরাট কোহলির দিকে। মাঠে রান পাওয়া হোক বা মাঠের বাইরের ঘটনা- একাধিকবার ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়েছেন কিং কোহলি (Virat Kohli)। প্রবল সমালোচনার মধ্যেই ফের ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট করলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর বিরাটের মত, চুপ করে থাকলেই অনেক শক্তিশালী হওয়া যায়। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, তাহলে কি সমালোচনার জবাব দিতেই এই পোস্ট বিরাটের?

Advertisement

প্রথম ইনিংসে বিরাট আউট হওয়ার পরে একটি ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। দেখা যায় কোহলি খাচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছেন শুভমান গিল, ঈশান কিষান এবং বিক্রম রাঠোর। এরপরই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে কটাক্ষ করা শুরু হয়। ফেসবুকে এক নেটিজেন খাবারের প্লেট হাতে কোহলির ছবি পোস্ট করে লেখেন, ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে দ্রুত আউট হয়ে যাওয়ার পরে শচীন তেণ্ডুলকর তিন দিন খেতে পারেননি। সেই সময়ে যাবতীয় কটাক্ষের জবাব দিয়ে পোস্ট করেন কোহলি। 

[আরও পড়ুন: ‘কিছুই বুঝলাম না’, WTC ফাইনালে ভারতের দল নির্বাচন নিয়ে তোপ শচীনের]

দ্বিতীয় ইনিংসেও ফের সমালোচনার মুখে পড়েন বিরাট। হাফ সেঞ্চুরি করতে গিয়ে অহেতুক আগ্রাসী শট খেলে আউট হন তিনি। দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে বিরাটের উপর ক্ষোভ উগরে দেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরা। তারপরেই ফের ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলি লেখেন, “চুপচাপ থাকলেই আসলে অনেক বেশি শক্তি পাওয়া যায়।” এই পোস্ট দেখে ক্রিকেটপ্রেমীদের দাবি, সমালোচনার মধ্যে আপাতত চুপ করে থাকতে চাইছেন বিরাট। আগামী দিনে বড় রান করে এই সমালোচনার জবাব দেবেন কিং কোহলি, এমনটাই আশা তাঁদের।

অন্যদিকে, মহা ম্যাচে হারের পর টুইট করেছেন শুভমান গিলও (Shubhman Gill)। দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেন গিল নিজেও। তবে বিসিসিআইইয়ের তরফে বলা হয়, আম্পায়ার যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সকলের মেনে নেওয়া উচিত। নিজের ব্যর্থতার পাশাপাশি দলের হারেও মুষড়ে পড়েছেন তরুণ ব্যাটার। তবে টুইট করে ফিরে আসার বার্তা দিয়ে তিনি লিখেছেন, “আমরা এখনও ফুরিয়ে যাইনি।”

[আরও পড়ুন: মহারাষ্ট্রে পুণ্যার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, ‘ঔরঙ্গজেবের শাসন’ বলে তোপ বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement