shono
Advertisement

ওয়াইড বল বিতর্কের পর‌ টি-টোয়েন্টিতে এবার এই নিয়মটির বদল চান কোহলি

হায়দরাবাদ ম্যাচে ধোনির আচরণ নিয়ে প্রশ্নের পর এই প্রসঙ্গে মুখ খুললেন কোহলি।
Posted: 11:03 PM Oct 14, 2020Updated: 11:24 PM Oct 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ম্যাচ জিততে আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)!‌ মঙ্গলবার হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের পর এই নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এই নিয়ে বিতর্ক থামাতে দিলেন নয়া নিয়ম আনার পরামর্শও।

Advertisement

মাঝেমধ্যেই IPL-এ নো–বল কিংবা ওয়াউড বল ডাকা নিয়ে বিতর্কে জড়িয়েছেন আম্পায়াররা। চলতি আইপিএলে বোলাররা নো–বল করছেন কি না সেদিকে লক্ষ্য রাখছেন টিভি আম্পায়াররা। কিন্তু কোমরের ওপর ফুলটস কিংবা ওয়াইড বলের সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হচ্ছে। আর এই নিয়মেই বদল আনতে পরামর্শ দিয়েছেন বিরাট।

[আরও পড়ুন:‌ করোনার ভয় নেই, নিউজিল্যান্ডে একসঙ্গে রাগবি ম্যাচ দেখলেন ৩০ হাজার দর্শক]

বুধবার একটি প্রমোশোনাল ইভেন্টে টিম ইন্ডিয়ার সতীর্থ কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে কথা বলার সময় বিরাটকে প্রশ্ন করা হয়, আইপিএলের কোনও নিয়মে পরিবর্তন করতে হলে তিনি কোন নিয়মে পরিবর্তন আনবেন?‌ তখনই বিরাট বলেন, ‘‌‘‌অধিনায়ক হিসেবে আমি সবসময় চাইব, আম্পায়ারের ডাকা ওয়াউড বল বা কোমরের উপর ফুলটসকে নো–বলের সিদ্ধান্তগুলোকে যাতে রিভিউ করতে পারি। কারণ আগেও দেখেছি, এই ধরনের ছোট ছোট সিদ্ধান্তও পরবর্তীতে বড় পার্থক্য গড়ে দেয়। যদি আপনি এক রানে ম্যাচ হারেন আর এই ধরনের ভুল সিদ্ধান্তকে রিভিউ না করতে পারেন, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক।’‌’

[আরও পড়ুন:‌ পারেননি ধোনি-গিলক্রিষ্টরাও, প্রথম উইকেটরক্ষক হিসেবে অনন্য নজির গড়লেন কামরান আকমল]

এদিকে, বুধবার রাজস্থান (Rajasthan Royals) বনাম দিল্লি (Delhi Capitals) ম্যাচে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল বিহুর তালে জোফরা আর্চারের নাচ। ম্যাচে পৃথ্বী শ’‌কে বোল্ড করে রিহান পরাগের সঙ্গে অসমের বিখ্যাত এই নাচের ছন্দে পা মেলান এই তারকা ক্রিকেটার। যা দেখে অবাক নেটিজেনরাও।এদিকে, ম্যাচে অবশ্য শেষপর্যন্ত লড়েও হারতে হয় রয়্যালসকে। দিল্লির দেওয়া ১৬২ রান তাড়া করতে নেমে
রাজস্থানের ইনিংসে ১৪৮ রানেই থেমে যায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement