shono
Advertisement

কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ

যুবরাজ সিং নিয়েও প্রতিক্রিয়া দিলেন সৌরভ৷ The post কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:25 PM Jan 07, 2017Updated: 05:19 PM Jan 07, 2017

স্টাফ রিপোর্টার: ক্রিকেট ফ্যানরা তাঁর মধ্যে প্রাক্তন অধিনায়কের আগ্রাসনকে খুঁজে পান৷ কিন্তু তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলিকে নিয়ে সবার একটাই প্রশ্ন৷

Advertisement

অধিনায়কত্বের চাপ সামলে ভারতের ব্র্যান্ড নিউ অধিনায়ক কি পারবেন ব্যাট হাতে বাইশ গজে ধারাবাহিকতা বজায় রাখতে? বা ধোনির মতো নেতৃত্ব দিতে? সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন৷ স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে কেরিয়ারে একাধিকবার বল পাঠিয়েছেন৷ এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও সেই একই স্টান্সে যেন পাওয়া গেল তাঁকে৷ ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিলেন, কোনও সমস্যা হবে না৷ ধোনি যেমন ভাল অধিনায়কত্ব করে সকলের নজর কেড়েছেন, বিরাটও সেরকমই কিছু করে দেখাতে চলেছেন৷ তিনি বলছিলেন, “টেস্ট ফরম্যাট সবচেয়ে কঠিন৷ তাছাড়া চাপ নিয়ে খেলতে অভ্যস্ত বিরাট৷ একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টিতেও ওর পারফরম্যান্স দারুণ৷ সুতরাং অধিনায়ক হিসাবে ওর এই পারফরম্যান্স বদলাবে না৷”

কথায় কথায় যুবরাজ সিংয়ের প্রসঙ্গ উঠে এল৷ নয় মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি৷ তার আগে রনজিতে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিলেন৷ পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭২ রান৷ যা নিয়ে সিএবি সভাপতি বলছিলেন, “ভাল লাগছে যুবরাজ একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই আবার প্রত্যাবর্তন করেছে দেখে৷ ওর চোট সমস্যা এখন অতীত৷ কতটা ভাল ছন্দে রয়েছে, সেটা ওর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স থেকেই প্রমাণ পাওয়া যায়৷ আমি নিশ্চিত, যুবি আসন্ন সিরিজেও রান পাবে৷”

The post কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement