shono
Advertisement

Breaking News

সোনার ব্যাটে বিরাট বরণ, জন্মদিনে কোহলিকে বিশেষ উপহার সিএবি’র

রবিবার ৩৫তম জন্মদিন কোহলির।
Posted: 09:21 PM Nov 04, 2023Updated: 09:21 PM Nov 04, 2023

অরিঞ্জয় বোস: পরিকল্পনা ছিল বিরাট সমারোহে সেলিব্রেট করা হবে কোহলির জন্মদিন। কিন্তু সিএবির সেই স্বপ্ন শেষমেশ ভঙ্গ হয় বিসিসিআইয়ের নির্দেশে। তাই বলে বিরাট রাজার জন্য কোনও উদযাপনই হবে না ক্রিকেটের নন্দনকাননে? তা কীভাবে সম্ভব! ঠিক হয়েছে, ম্যাচের দিন বিরাটের হাতে স্মারক হিসাবে তুলে দেওয়া হবে সোনার ব্যাট। 

Advertisement

পরিকল্পনা কী? সিএবি কর্তারা ভেবেছিলেন, একটি অভিনব স্মারক দিয়ে কোহলিকে সংবর্ধনা জানানো হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ভারতীয় বোর্ডের নির্দেশে যাবতীয় পরিকল্পনা বাতিল করতে হয় সিএবি-কে। ফলে হাতে বিশেষ সময় ছিল না। তাই ঠিক হয়, ৫ নভেম্বর ম্যাচের দিন বিশেষ স্মারক কোহলির হাতে তুলে দিতে চলেছেন সিএবি কর্তারা। কী সেই স্মারক? সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সহযোগিতায় বিরাটের জন্য তৈরি হয়েছে একটি সোনার ব্যাট। তা দিয়েই বরণ করে নেওয়া হবে কিং কোহলিকে।

[আরও পড়ুন: সঙ্গী AI! পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি বাড়াতে উচ্চপ্রযুক্তির ল্যাব বসিরহাটের এই স্কুলে]

রবিবার ৩৫তম জন্মদিন কোহলির (Virat Kohli)। স্বভাবতই ভারতীয় ক্রিকেট নক্ষত্রের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল সিএবির তরফে। যে নীল নকশা তৈরি করা হয়েছিল, তাতে বেশ কয়েকটি চমক ছিল। সবচেয়ে বড় চমক ছিল ইডেনের প্রায় সত্তর হাজার গ্যালারির জন্য রাখা হবে ‘কোহলি-মুখোশ’। পাশাপাশি বিরাটের জন্য স্পেশাল বার্থডে কেকেরও ব্যবস্থা রাখা হয়েছিল। সেই কেক কাটার মুহূর্তে গোটা গ্যালারি ‘বিরাট-মুখোশ’ পরে জন্মদিনে শামিল হবে, সেটাই ছিল সিএবির পরিকল্পনা। কিন্তু বোর্ডের তরফে অনুমতি মেলেনি। আসলে বিরাটের জন্মদিন পালনে স্বার্থের সংঘাত দেখছে বিসিসিআই। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

তাছাড়া দলের কোনও এক ক্রিকেটব্যক্তিত্বের জন্মদিন পালনে এমন আতিশয্যের আয়োজন হোক, চাইছেন না বোর্ড কর্তারা। সেটা বিরাট হলেও নয়। বিশ্বকাপ চলাকালীন এমন ঘটনা ঘটলে তার প্রভাব অন্যরকম হতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়ার নয়। ফলে বিশ্বকাপে দলের একতাকে ফোকাসে রেখেই এগোনোর পক্ষপাতী বিসিসিআই। তাই বোর্ডের নির্দেশ মেনে বিশেষ আড়ম্বর না হলেও সোনা দিয়ে মুড়ে দেওয়া হবে সোনার ছেলেকে। 

[আরও পড়ুন: মুকেশ আম্বানিকে খুনের হুমকি! তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement