সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচশো-তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম দিনের শেষে বিরাট অপরাজিত ৮৭ রানে। মাইলফলকের ম্যাচে বিরাট শতরান চাইছেন্ তাঁর ভক্তরা। কোহলির কাছ থেকে সেঞ্চুরি চাইছে তাঁর প্রতিপক্ষ দলের উইকেট কিপার জোশুয়া দ্য সিলভাও ( Joshua Da Silva)।
প্রথম দিনে একাধিক বার কোহলি ও জোশুয়ার মধ্যে কথাবার্তা হয়েছে। দু’ জনের মধ্যে কথাবার্তার মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় সেশন শেষ হওয়ার আগের ওভারে কোহলিকে শতরান করার কথা বলেন জোশুয়া। যার উত্তরে কোহলি বলেন, ”তুমি তো দেখছি আমার মাইলফলক নিয়ে আচ্ছন্ন রয়েছো।” ত্রিনিদাদের উইকেট কিপারের উত্তর বলে দিচ্ছিল তিনি কোহলির বড় ভক্ত। জোশুয়া বলেন, ”আমি জানি আমি তোমার ভক্ত। আমি চাই তুমি একশো করো।”
[আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিককে বিশ্রামের ভাবনা, কে সামলাবেন নেতৃত্ব?]
পাঁচশো-তম আন্তর্জাতিক ম্যাচের আগে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বিরাট প্রশংসা করে বলেছিলেন, ”বহু প্লেয়ারের কাছে সত্যিকারের অনুপ্রেরণা বিরাট। দলে বহু প্লেয়ার কোহলির দিকে তাকিয়ে থাকে। বিরাটের পরিসংখ্যান ওর হয়েই কথা বলছে। সকলের অগোচরে থেকে কঠিন পরিশ্রম করে যায় কোহলি। ওর সেই প্রচেষ্টা কেউ দেখতে পায় না। এই প্রচেষ্টা, পরিশ্রম বিরাটকে পাঁচশো ম্যাচ খেলার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। ও দারুণ ফিট এবং এখনও খুবই শক্তিশালী। বিরাটের উজ্জ্বল কেরিয়ারের পিছনে রয়েছে ত্যাগ স্বীকার এবং কঠিন পরিশ্রম।”
ভুল বলেননি দ্রাবিড়। শুধুমাত্র ভারতের ড্রেসিং রুমেই যে কোহলির ভক্ত রয়েছেন এমন নয়। বিপক্ষ দলেও যে রয়েছেন বিরাট ভক্ত, তা জানা গেল দ্বিতীয় টেস্টের প্রথম দিনে।
[আরও পড়ুন: ক্রীড়াজগতের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি! এমবাপেকে ধরে রাখতে অবিশ্বাস্য প্রস্তাব পিএসজির]