shono
Advertisement

তারুণ্যের জয়, রোহিতের টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন বিরাট?

বাইশ গজের বাইরেও স্বমহিমায় বিরাট কোহলি।
Posted: 03:40 PM Feb 26, 2024Updated: 03:40 PM Feb 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) দ্বিতীয়বার সন্তানের জন্ম দিয়েছেন। পরিবার নিয়ে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তাতে কি! তাঁর মন পড়ে ছিল রাঁচিতে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৩-১ ব্যবধানে চলতি সিরিজে টিম ইন্ডিয়া (Team India) জেতার পরেই সেটা স্পষ্ট হয়ে গেল। রোহিত শর্মা (Rohit Sharma) ও দলের তরুণদের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের মহাতারকা।

Advertisement

বিরাট নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘হ্যাঁ দারুণ জয়। জুনিয়রদের নিয়ে গড়া দল নিয়ে অভূতপূর্ব সিরিজ জয়। এই জয় প্রমাণ করে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে লড়াকু মনোভাব রয়েছে। সঙ্গে ছিল সংকল্প এবং সহনশীলতা। তাই বারবার পিছিয়ে থেকেও আমাদের দল ফিরে এসেছে। জিতেছে সিরিজ।’

[আরও পড়ুন: কীভাবে ঘুরে গিয়েছিল ম্যাচ? অকপটে জানালেন ধ্রুব-কুলদীপ, দেখুন ভাইরাল ভিডিও]

 

গত ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার সংসারে আসে নতুন অতিথি। ছেলের নাম দেওয়া হয়েছে অকায়। ২০ ফেব্রুয়ারি সেই খুশির খবর সোশাল মিডিয়াতে জানিয়েছিলেন বিরাট। এবার তিনি দলের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিলেন।

X হ্যান্ডেলে এই বার্তা দেওয়ার পর বিরাটকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। নেটিজেনদের মধ্যে এখন অনেকেই মনে করছেন হয়তো ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচে ফিরতে চলেছেন কিং কোহলি। তবে জানিয়ে রাখা ভালো, বিরাট পুরো সিরিজ থেকেই নিজের নাম তুলে নিয়েছেন। অর্থাৎ তাঁকে এই সিরিজে খেলতে দেখা যাবে না।

রাঁচি টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য ছিল। শুভমান গিল এবং ধ্রুব জুরেলের গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি জুটির ভর করে জিতে যায় ভারত। শুভমান ৫২ ও ধ্রুব ৩৯ রানে অপরাজিত থাকেন। এর আগে রোহিত করেছিলেন ৫৫ রান। আর এক ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে এসেছিল ৩৭ রান।

[আরও পড়ুন: ধাক্কা সামলে শুভমান-ধ্রুবের লড়াইয়ে জয়, ইংল্যান্ডকে নতজানু করে সিরিজ টিম ইন্ডিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement