shono
Advertisement

কাল কানপুরে দেশের মাটিতে পাঁচশোতম টেস্ট খেলতে নামছে ভারত

বিরাটরা ঠিক করে ফেলেছেন,এই ম্যাচটা জিতে পাঁচশোর সেলিব্রেশনে মাতবেন The post কাল কানপুরে দেশের মাটিতে পাঁচশোতম টেস্ট খেলতে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 AM Sep 22, 2016Updated: 09:39 PM Sep 21, 2016

অভিজ্ঞান সাহা, কানপুর: কানপুরের গরমের প্রকোপে মাঠে এসেও মাত্র দেড় ঘণ্টা প্র্যাকটিস করে হোটেলে ফিরে যেতে হল ভারতীয় দলকে৷ শেষ কবে এমন দৃশ্য দেখা গিয়েছিল তা সত্যিই মনে করা দুষ্কর৷ কিন্তু রোদের তাপে বেশিক্ষণ মাঠে অনুশীলন করাও সম্ভব ছিল না৷

Advertisement

কানপুর টেস্টের আলাদা গুরুত্ব থাকলেও রাজীব শুক্লার শহরে এই টেস্ট ঘিরে তেমন উত্তেজনা চোখে পরেনি৷ যদিও অনুষ্ঠান করে পাঁচশোতম টেস্ট মনে রাখার মতো কিছু একটা করতে চাইছেন শুক্লারা৷ তবে তাতেও যে মাঠে লোক আসবে তেমন গ্যারাণ্টি দিতে পারছেন না কর্তারা৷

প্রশ্ন উঠছে, এমন একটা টেস্ট, সেখানে কানপুরের বদলে অন্য কোথাও ম্যাচ দেওয়াই যেত? বোর্ড কর্তারা তেমন কিছু ভাবতেই পারতেন৷ আসলে লোধা নিয়ে বিসিসিআই এমন ঘেঁটে রয়েছে, এইসব নিয়ে মাথা ঘামানোর মতো এখন সময় নেই৷ যার ফলে পাঁচশোতম টেস্ট হয়তো আর পাঁচটা ম্যাচের মতোই ট্রিটমেণ্ট পাবে৷

বিরাটরা অবশ্য ঠিক করে ফেলেছেন, এই ম্যাচটা জিতে পাঁচশোর সেলিব্রেশনে মাতবেন৷ তাছাড়া সিরিজের প্রথম ম্যাচ জিতে থাকলে গোটা সিরিজের জন্য মোমেণ্টাম চলে আসবে৷ আগের দিন রাহানে সেই কথা শুনিয়ে গিয়েছেন৷

তবে গ্রিনপার্কে নামার আগে কম্বিনেশন নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখে দিয়ে গেলেন বিরাট৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো পাঁচ বোলারের চেনা ফর্মুলা থেকে সরে আসবেন তিনি৷ চার বোলার নিয়ে মাঠে নামতে পারে ভারত৷ কিন্তু হঠাৎ করে কেন কম্বিনেশনে বদল? বিরাট আবার ওয়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে শেষ টেস্টের প্রসঙ্গ টেনে বললেন, ওই ম্যাচেও তাঁরা চার বোলারে খেলেছিলেন৷ একই কম্বিনেশনে আটকে থেকে বিপক্ষের কাছে আসলে প্রেডিক্টেবল হতে চান না বিরাট তাই মাঝে মধ্যে বদল আনতে হয়৷ চার বোলারে খেললে সাতজন ব্যাটসম্যান৷ ফলে তেমন কাউকে হয়তো বাইরে বসতে হবে না৷ যদিও শিখরকে এদিনও নেটে সেভাবে ব্যাট করতে দেখা গেল না৷ তাহলে? প্রশ্নটা উঠছেই৷ ম্যাচের আগের দিনই বারোজনের দল বলে দেন বিরাট৷ ম্যাচের দিন সকালে সেখানে চূড়ান্ত একাদশ৷ যদি চার বোলার নিয়ে নামেন, তাহলে হয়তো তিন স্পিনারের সঙ্গে এক পেসার হিসেবে মহম্মদ সামি খেলবেন৷

এখন প্রশ্ন হল, নতুন বলে সামির সঙ্গে শুরুটা কে করবে? আগের দিন নিউজিল্যান্ড কোচ হেসন বলছিলেন, তিনি নতুন বলে যদি স্পিনারদের বল করতে দেখেন, তাহলে এতটুকু অবাক হবেন না৷ তাছাড়া এর আগে বহুবার অশ্বিন নতুন বলে শুরু করেছেন৷ কানপুরেও হয়তো সেরকমই হবে৷ আসলে আগের দিন বাইশ গজে লোকাল স্পিনাররা যেভাবে বল ঘোরালেন, তাতে বিরাটরা অনেকটাই নিশ্চিন্ত৷ ভারতীয় ড্রেসিংরুমও ধরে নিয়েছে, তিনজন স্পিনারই কাজটা করে দেবে৷ তাই অতিরিক্ত পেসার খেলানোর কোনও দরকার নেই, তার চেয়ে বরং একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো ভাল৷নতুন ফর্মুলায় কানপুরে সিরিজ জিতে বিরাটরা শুরু করতে পারেন কি না, সেটাই দেখার৷

The post কাল কানপুরে দেশের মাটিতে পাঁচশোতম টেস্ট খেলতে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement