shono
Advertisement

Breaking News

‘দখল’করা জমি ফেরাতে চাপ, পুরনো নথি-সহ অমর্ত্য সেনকে নতুন চিঠি বিশ্বভারতীর

উপাচার্যের বিতর্কিত মন্তব্যের মাঝেই জমি নিয়ে জট।
Posted: 06:24 PM Jan 27, 2023Updated: 06:28 PM Jan 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বৈরথ যেন থামছেই না। উপাচার্যের বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার মাঝেই জমি ফেরানোর দাবিতে পুরনো নথি-সহ চিঠি পাঠাল বিশ্বভারতী (Vishva Bharati)কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব, ‘দখল’ করা জমি ফেরানোর দাবি করা হয়েছে সেই চিঠিতে। ফলে এ নিয়ে জটিলতা বাড়ল আরও।

Advertisement

শান্তিনিকেতনে (Santiniketan) নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র পিছনে খানিকটা জমি নিয়ে জটিলতার সূত্রপাত। বিশ্বভারতীর দাবি, ১.২৫ একর জমির বদলে ১.৩৮ একর জমি রয়েছে বাড়িটি ঘিরে। অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করা বলে অভিযোগ। এ নিয়ে জমির নথি-সহ ২০০৬ সাল থেকে অমর্ত্য সেনকে চিঠি দেওয়া হয় বিশ্বভারতীর তরফে। কর্তৃপক্ষর দাবি, ওই ১৩ ডেসিমেল জমিটি বিশ্ববিদ্যালয়ের। তাই তা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ সেই সময় থেকে বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের একটা দ্বৈরথ তৈরি হচ্ছিল।

[আরও পড়ুন: ৫০ কোটির ফ্ল্যাট দিইনি, রাহুল-আথিয়ার বিয়েতে উপহারের ‘ভুয়ো’ তালিকা নিয়ে সরব সুনীল শেট্টি]

এবারও গত ২৪ জানুয়ারি তাঁকে জমি ফেরতের জন্য চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে নোবেলজয়ীর প্রতিক্রিয়া ছিল, এ নিয়ে তিনি আর আইনি জটিলতায় যেতে চান না। নিয়ম মেনে যা করার, তাই করবেন। তার ঠিক ২ দিনের মধ্যেই ফের জমি ফেরানোয় কার্যত চাপ দিয়ে শুক্রবার আরও একটি চিঠি পাঠানো হয় বিশ্বভারতীর তরফে। তাতে ২০০৬ সালের পুরনো চিঠিটিও জুড়ে দেওয়া রয়েছে। আর তাকেই আরও অবমাননাকর বলে মনে করছে নোবেলজয়ীর অনুরাগীদের একাংশ।

[আরও পড়ুন: বইপ্রেমীদের জন্য সুখবর! বইমেলা উপলক্ষে মিলবে বাড়তি মেট্রো]

এরই মধ্যে অমর্ত্য সেনের নোবেলপ্রাপ্তি নিয়ে বেলাগাম মন্তব্য করে বসেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর মন্তব্য ছিল, ‘‘অমর্ত্য সেন আসলে নোবেল লরিয়েট নন। উনি নোবেল প্রাইজ় পাননি। উনি নিজেই দাবি করেন, নোবেল প্রাইজ় পেয়েছেন।’’ এনিয়ে বিতর্ক শুরু হতে না হতেই ফের চিঠি প্রসঙ্গে জল গড়াল আরও দূরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার