shono
Advertisement

Breaking News

Canada

কানাডায় 'লোন উলফ' হামলা! উৎসবের ভিড়ে ঢুকে জনতাকে পিষল বেপরোয়া গাড়ি, মৃত ৯

ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা চলছে।
Published By: Paramita PaulPosted: 11:36 AM Apr 27, 2025Updated: 04:19 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে জেহাদি হামলা? স্থানীয় উৎসবের ভিড়ে ঢুকে পড়ল চারচাকা এসইউভি। ঘাতক গাড়িটি একসঙ্গে বহুজনকে পিষে দিয়েছে বলে খবর। ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়ে হাসপাতালে বহু। গাড়ির চালককে গ্রেপ্তার করে জেরায় হামলার কারণ জানার চেষ্টা চলছে।

Advertisement

স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারে 'লাপু লাপু ডে' উদযাপন চলছিল। স্বাভাবিকভাবে ভিড় জমেছিল এলাকায়। সেখানেই আচমকা একটি চারচাকা ঢুকে পড়ে। পিষে দেয় উপস্থিত বেশ কয়েকজনকে। ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, রাস্তার উপর অন্তত ১০টি লাশ ছড়িয়ে রয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেককে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

 

পুলিশ সূত্রে খবর. গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের দাবি, ধৃতের বয়স ৩০ বছর। স্থানীয় বাসিন্দা। তবে কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক সন্দেহ, এর সঙ্গে নাশকতার কোনও যোগ নেই। যদিও 

এটা 'লোন উলফ অ্যাটাক' নাকি নিছক দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে? উল্লেখ্য, বহু ক্ষেত্রে দেখা যায় কোনও একজনকে বেছে নিয়ে লাগাতার মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনগুলি। ফলে তারা রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত জেহাদি হয়ে ওঠে। কোনও সংগঠন ছাড়াই তারা একা হামলা চালায়। এবং সাম্প্রতিক, রাশিয়া-ফ্রান্স কিংবা আমেরিকায় 'লোন উলফ' হামলার ইতিহাস যদি দেখা যায় তাহলেই স্পষ্ট হবে যে ভিড় এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পিষে মারা, এই ধরনের হামলাকারীদের বিশেষ পছন্দের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্থানীয় উৎসবের ভিড়ে ঢুকে পড়ল চারচাকা এসইউভি।
  • ঘাতক গাড়িটি একসঙ্গে বহুজনকে পিষে দিয়েছে বলে খবর।
  • ৯ জন মৃত।
Advertisement