shono
Advertisement
Copa del Rey final

বিতর্কের ক্লাসিকোতে হার রিয়ালের, ৩২ তম কোপা দেল রে খেতাব বার্সার

পাঁচ গোল, তিন লালকার্ড, জমজমাট এল ক্লাসিকো।
Published By: Subhajit MandalPosted: 11:43 AM Apr 27, 2025Updated: 11:43 AM Apr 27, 2025

বার্সেলোনা: ৩ (পেড্রি, ফেরান তোরেস, কুন্দে)
রিয়াল মাদ্রিদ: ২ (এমবাপে, চুয়ামেনি)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এল ক্লাসিকো, তাও কোপা দেল রে'র ফাইনালে, যে ম্যাচের কয়েক ঘণ্টা আগে পর্যন্ত রেফারিং নিয়ে নাটক চলেছে, সেই ম্যাচ যে মহানাটকীয় হতে চলেছে, সেটার ইঙ্গিত ছিলই। হলও তাই। পাঁচ গোলের ক্লাসিকোতে শেষ হাসি হাসল বার্সেলোনা। ১২০ মিনিটের লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কোপা খেতাব দখল করলেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। 

টানটান উত্তেজনার ম্যাচে দীর্ঘক্ষণ এগিয়ে ছিল রিয়াল। কিন্তু শেষদিকে বাজিগরের মতো ফিরে এসে ৩-২ গোলে ম্যাচ জিতল বার্সেলোনা। উলটে শেষ ৩ মিনিটে রিয়ালের তিন তারকা দেখলেন লালকার্ড। শনিবাসরীয় রাতে ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে ওই একটিই গোল হয়। ৭০ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। এবার গোল করে সমতা ফেরান এমবাপে। ৭৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। মিনিট ছয়েক বাদেই প্রত্যাঘাত বার্সার। এবার ‘কুলার্স’রা সমতা ফেরায় ফেরান তোরেসের গোলে।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ ফলে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর চমপ্রদভাবে ১১৬ মিনিটে ২৫ গজ দূর থেকে জোরাল শটে গোল করে যান বার্সার ফরাসি ডিফেন্ডার কুন্দে। ওই বিশ্বমানের গোলেই জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। বার্সা ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মেজাজ হারাতে শুরু করেন রিয়াল ফুটবলারেরা। অতিরিক্ত সময়ের সংযুক্তি সময়ে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রিয়াল ফুটবলাররা। রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। যার জেরে পর পর লালকার্ড দেখেন রুডিগার, ভাসকেজ এবং জুড বেলিংহ্যাম। ম্যাচের ফল অবশ্য বদলায়নি। বার্সা জয়ী হয় ৩-২ গোলে।

কোপা দেল রে ফাইনালের কয়েক ঘণ্টা আগে পর্যন্ত দেখা গিয়েছে চূড়ান্ত নাটক। ঘটনার সূত্রপাত রিয়াল মাদ্রিদ টিভি’র একটি ভিডিও থেকে। এই ম্যাচের যিনি দায়িত্বে আছেন, সেই রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়াকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে রিকার্দোর রেফারিং কেরিয়ারের একাধিক ভুল তুলে ধরা হয়। এল ক্লাসিকোর ঠিক আগে রেফারিকে নিয়ে এই ধরনের ভিডিও পোস্ট বেশ আশ্চর্যের বটে। পালটা বেনজির কাণ্ড ঘটান রিকার্দোও। তিনি সাংবাদিক সম্মেলন ডাকেন। সেখানে একরাশ অভিযোগ উগড়ে দেন রিকার্দো। তাঁর বক্তব্য ছিল, রিয়ালের ওই ভিডিওর জন্য তাঁর সন্তানকে হেনস্তার শিকার হতে হচ্ছে। রেফারির সেই সাংবাদিক সম্মেলনের পর মনে করা হচ্ছিল, হয়তো কোপা ফাইনাল বয়কট করবে। যদিও শেষ পর্যন্ত লস ব্ল্যাঙ্কসরা সেটা করেনি। তাতেও অবশ্য লাভের লাভ হল না। শেষমেশ খেতাব উঠলে বার্সার হাতেই। এটা বার্সেলোনার ৩২ তম কোপা খেতাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ গোলের ক্লাসিকোতে শেষ হাসি হাসল বার্সেলোনা।
  • ১২০ মিনিটের লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কোপা খেতাব দখল করলেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। 
  • এটা বার্সেলোনার ৩২ তম কোপা খেতাব।
Advertisement