shono
Advertisement
Kolkata Metro

বিশ্বকর্মা পুজোয় মেট্রো চলবে কম, জেনে নিন সময়সূচি

পার্পল, গ্রিন ও অরেঞ্জ লাইনে মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ।
Published By: Sucheta SenguptaPosted: 06:14 PM Sep 15, 2024Updated: 06:21 PM Sep 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও উৎসবে কলকাতা মেট্রো পরিষেবায় সামান্য কাটছাঁট করে। অন্যান্য কাজের দিনের তুলনায় চলে কম মেট্রো। আগামী সপ্তাহে বিশ্বকর্মা পুজো। ওইদিনও ব্যতিক্রম হচ্ছে না। মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর চলবে কম মেট্রো। রোজ ২৮৮ টির বদলে সেদিন চলবে ২৬২টি মেট্রোরেল। অর্থাৎ ২৬টি মেট্রো কম চলবে ওইদিন। সোশাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৫০-এ দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে প্রথম মেট্রো। আর মহানায়ক উত্তম কুমার থেকে দমদম পর্যন্ত মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। এই সময়সূচিতে কোনও বদল নেই। আবার শেষ মেট্রোটিও দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ৯টায়। এই সময়ও অপরিবর্তিত। রাত ১০.৪০-এ বিশেষ মেট্রোটিও পাওয়া যাবে দুই প্রান্তিক স্টেশন থেকে। তবে মাঝে যে ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যায় আপ ও ডাউন লাইনে, সেই ব্যবধান বাড়বে। ২৬ টি মেট্রো কম চলার ফলে দিনের মধ্যবর্তী সময়টায় ব্যবধান বাড়ানো হচ্ছে।

বিশ্বকর্মা পুজোর দিন শুধুমাত্র ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে কম মেট্রো চলবে। এছাড়া পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা, গ্রিন লাইন অর্থাৎ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান এবং অরেঞ্জ লাইন বা শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত রুটে অন্যান্য দিনের মতোই মেট্রো চলাচল করবে। তবে এসব রুটে প্রতিদিন যাত্রী চাপ তুলনায় কম থাকে। সবচেয়ে বেশি চাপ থাকে ব্লু লাইনের মেট্রোয়। যদিও বিশ্বকর্মা পুজোর দিন তুলনায় কম সংখ্যক মেট্রো পরিষেবা মিললেও এমনিতে দুর্গাপুজোর আগে আমজনতার কেনাকাটার জন্য যাতায়াতের সুবিধার্থে শনি ও রবিবার মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে কম মেট্রো চলবে।
  • তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত।
Advertisement