shono
Advertisement

অধ্যাপকের ছুটি নিয়ে মামলা, বিশ্বভারতীকে জরিমানা হাই কোর্টের

বিশ্বভারতী না দিলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই এই টাকা আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ।
Posted: 09:00 PM Dec 21, 2022Updated: 10:27 PM Dec 21, 2022

গোবিন্দ রায়: বারবারই তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে পদত্যাগের দাবিতে সরবও হয়েছেন পড়ুয়ারা। তবে এবার কলকাতা হাই কোর্টের রোষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি কৌশিক চন্দ। বিশ্বভারতী না দিলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই এই টাকা আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ।

Advertisement

একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ার এর জন্য ছুটি মঞ্জুর হয়। ২০২১ সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাতে অনুমোদন দেয়। তবে এক বছর পর বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে চার্জ করে জানায় কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুরের অনুমোদন করেছিলেন? উপাচার্যের এই নির্দেশ বাতিল করা হোক।

[আরও পড়ুন: দেড়ঘন্টার টানাপোড়েনের শেষ, খড়গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের পদত্যাগপত্র গ্রহণ প্রশাসনের]

এরপরেই ওই চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অধ্যাপক দেবতোষ সিনহা। তাঁর আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান উপাচার্যের এই চিঠি তাঁর মক্কেলের প্রাপ্য নয়। দেবতোষবাবু কোনও অন্যায় করেননি ছুটি মঞ্জুর করে। সওয়াল জবাব শোনার পরে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, উপাচার্যের পাঠানো ওই চিঠি বাতিল করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে এই জরিমানা পূরণ করতে হবে উপাচার্যকেই।

[আরও পড়ুন: ডিসেম্বর ডেডলাইনের শেষদিনেও হল না ধামাকা, কাঁথির সভায় ঢোক গিললেন শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement