shono
Advertisement

এবার পর্দায় অভিনন্দন বর্তমান, নেপথ্যে বিবেক ওবেরয়

আগামী বছরই সেলুলয়েডে দেখা যাবে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে৷ The post এবার পর্দায় অভিনন্দন বর্তমান, নেপথ্যে বিবেক ওবেরয় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Aug 23, 2019Updated: 04:54 PM Aug 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলুলয়েডের মোদি এবার মন দিয়েছেন বালাকোটের বিমান হামলায়৷ বুঝতে পারলেন না তো? নিশ্চয়ই ভাবছেন আবার হয়তো ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধতে চলেছে৷ মোটেও না। তার চেয়ে আসুন, খোলসা করেই বলা যাক৷ অভিনেতা বিবেক ওবেরয় এবার সম্মান জানাতে চলেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে৷ ‘বালাকোট’ নামে ছবির প্রযোজনা করতে চলেছেন সেলুলয়েডের মোদি৷ আগামী বছরেই হয়তো মুক্তি পেতে পারে এই ছবি৷

Advertisement

[আরও পড়ুন: পরি পিসির পর ‘ভূত পরী’, নয়া ছবি পরিচালক সৌকর্য ঘোষালের]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহামলায় শহিদ হন অন্তত চল্লিশেরও বেশি আধাসেনা জওয়ান৷ তারপর থেকেই প্রতিহিংসার রোষে ফুঁসছিল গোটা দেশ৷ ঘটনার বারোদিনের মাথায় পালটা বিমান হামলা চালায় ভারত৷ ধ্বংস হয়ে যায় পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তার পরেরদিনই পাকিস্তানের আকাশে হানা দিয়ে ভারতীয় বায়ুসেনা বালাকোটের জঙ্গি শিবির ধ্বংস গুঁড়িয়ে দিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে বীর চক্রে সম্মানিত হয়েছেন তিনি৷ এই ঘটনাক্রমই তুলে ধরা হবে ‘বালাকোট’ নামে ওই ছবিতে৷

শুটিং হবে দিল্লি, আগ্রা, জম্মু ও কাশ্মীরে। এই বছরের শেষের দিক থেকেই শুরু হবে ছবির শুটিং। ছবিটি তিনটি ভাষায় তৈরি হবে। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় তৈরি হবে। শোনা যাচ্ছে, বলিউডের নামী তারকারা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, স্কোয়াড্রন লিডার মিন্টি আগরওয়ালের ভূমিকায় জনপ্রিয় কোনও তারকার মুখই দেখা যাবে৷ আবার এই গুঞ্জনও শোনা যাচ্ছে, বিবেক নিজেই নাকি পর্দায় অভিনন্দন হতে চান।

[আরও পড়ুন: রানাঘাটের লতাকণ্ঠী রানু এখন হিমেশ রেশমিয়ার প্লে-ব্যাক গায়িকা]

বিবেক বলেন, ‘‘ভারতীয় হিসাবে আমি গর্বিত৷ একজন দেশপ্রেমিক এবং সিনে জগতের একজন হিসাবে এটা আমার কর্তব্য যে আমাদের সেনারা কতটা সাহসী তা তুলে ধরা। বালাকোট এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার সবচেয়ে সুপরিকল্পিত একটি হামলা। আমি পুলওয়ামার আক্রমণ থেকে শুরু করে, বালাকোট হামলা পর্যন্ত সবই নজরে রেখেছিলাম। অনেক কিছু সেই সময়ে বলা হয়েছে৷ অনেক কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা চলেছিল। আমি ধন্যবাদ জানাই ভারতীয় বায়ুসেনাকে ছবি নিয়ে আমাদের উপর বিশ্বাস রাখার জন্য।’’ এমন প্রেক্ষাপটে ছবি তৈরির অনুমতি দেওয়ার জন্য বায়ুসেনাকে ধন্যবাদও জানিয়েছেন বিবেক৷ 

The post এবার পর্দায় অভিনন্দন বর্তমান, নেপথ্যে বিবেক ওবেরয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement