অর্ণব আইচ: পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার প্রথম দফার কাজ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার কাজও শুরু হবে শীঘ্রই। আর তার জেরে বিবেকানন্দ রোডের (Vivekananda Road) গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তাই সেই সময় বিকল্প পথেই হবে যান চলাচল। রাস্তায় বেরিয়ে বিপাকে পড়ার আগে পরিবর্তিত পথ সম্পর্কে জেনে নিন।
- কে কে টেগোর স্ট্রিট ধরে পূর্বদিকগামী গাড়িগুলি বাঁদিকে ঘুরে গণেশ টকিজ থেকে রবীন্দ্র সরণির দিকে যাচ্ছে।
- চারটি রুটের বাস বিডন স্ট্রিটের বদলে বি কে পাল অ্যাভিনিউ, যদুলাল মল্লিক রোড, কলাকার স্ট্রিট হয়ে হাওড়ায় যাচ্ছে।
- রবীন্দ্র সরণি থেকে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাওয়ার জন্য ২টি রুটের বাস নিউ সিআইটি রোড ও রবীন্দ্র সরণির সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
- বিবেকানন্দ রোড ধরে যাতায়াতকারী বাসগুলিকে বিডন স্ট্রিট, সি আর অ্যাভিনিউ, এমজি রোড হয়ে হাওড়ায় পৌঁছতে হবে।
- আপাতত এমজি রোডে ট্রাম পরিষেবা বন্ধ থাকবে।
- নিমতলা ঘাট স্ট্রিটের বি কে পাল থেকে রবীন্দ্র সরনি পর্যন্ত একমুখী রাস্তায় যান চলাচল করবে।
[আরও পড়ুন: করোনাকালে ভিড় নিয়ন্ত্রণে নজর, প্রয়োজনে ‘দুয়ারে সরকার’ শিবির বাড়ানোর নির্দেশ নবান্নের]
গত জুন মাস থেকেই ‘পোস্তা (Posta) ক্রসিং থেকে নবাব লেন’ পর্যন্ত অংশ ভাঙার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে বিপর্যস্ত সেতু ভাঙার কাজ যাতে নবান্ন বা সল্টলেকের কেএমডিএ দপ্তর থেকেও নজরদারি করা যায় সেজন্য একটি বিশেষ অ্যাপ চালু করে পুর ও নগরায়ন দপ্তর।
সেতুর চারপাশ ও নিচের অংশ সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়। অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ফুটেজ নবান্নে মুখ্যসচিব থেকে শুরু করে রাইটস, কেএমডিএ-সহ স্বয়ং পুরমন্ত্রী ২৪ ঘণ্টাই পোস্তার সেতু ভাঙার কাজে নজরদারি করতে পারবেন।