সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রি ডেটা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে Jio৷ লক্ষ লক্ষ মানুষ এই অফার পেয়ে সন্তুষ্ট৷ তবে এতে মোটেও সন্তুষ্ট নন অন্যান্য টেলিকম অপারেটরগুলি৷ স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভের মুখে পড়ে বিপাকে পড়তে পারে জিও’র ফ্রি সার্ভিস৷ এমনটাই ইঙ্গিত মিলল সম্প্রতি৷
জিও’র ফ্রি সার্ভিস আসলে ট্রাইয়ের নিয়মই লঙ্ঘন করেছে৷ এমন অভিযোগ এনেই সম্প্রতি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল ভোডাফোন ইন্ডিয়া৷ বিচারপতি সঞ্জীব সচদেব এই মামলার শুনানির দিন দিয়েছে ১ ফেব্রুয়ারি৷ আদালতের কোনও রায়ে জিও ফ্রি সার্ভিস ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই আশঙ্কা বিভিন্ন মহলে৷
কোন লক্ষণ দেখে বুঝবেন আপনিও মানসিক অবসাদে ভুগছেন?
কী অভিযোগ জিওর বিরুদ্ধে? ভোডাফোন ইন্ডিয়ার অভিযোগ, যেভাবে জিও ফ্রি সার্ভিস দিচ্ছে তা আসলে ট্রাইয়ের নিয়মই ভেঙে দিচ্ছে৷ বিভিন্ন টেলিকম সংস্থাগুলির সার্ভিসের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডট নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেয়৷ সেই নিয়মের বাইরে কোনও সংস্থাই যেতে পারে না৷ যদিও জিওর ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে৷ অভিযোগ, ট্রাই আগেই জানিয়েছিল যে, কোনও ফ্রি সার্ভিস নব্বই দিনের বেশি চালু থাকবে না৷ কিন্তু জিও’র অফার যদি জুন থেকে ধরা হয়, তবে নব্বই দিনের প্রমোশনাল পিরিয়ড পেরিয়ে যাচ্ছে৷ এই অফার মার্চ পর্যন্ত চলবে বলেও জানা যাচ্ছে৷ ফলে ট্রাইয়ের নিজের নিয়মই রক্ষিত হচ্ছে না বলে দাবি, ভোডাফোন ইন্ডিয়ার৷ এই অভিযোগ এনেই আদালতের দ্বারস্থ হয়েছে সংস্থাটি৷ সবদিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানাবে আদালত৷ যদি তা জিও’র বিপক্ষে যায়, তবে ফ্রি সার্ভিস ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে৷
Jio-র দাদাগিরি ঠেকাতে মিশে যাচ্ছে ভোডাফোন ও আইডিয়া!
The post Jio ফ্রি সার্ভিস কি এবার বিপাকে পড়তে চলেছে? appeared first on Sangbad Pratidin.