shono
Advertisement

লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট, জানাল কমিশন

কীভাবে কাজ করে এই যন্ত্র? The post লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট, জানাল কমিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:26 AM Sep 27, 2018Updated: 10:26 AM Sep 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম নিয়ে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ রুখতে এবার আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন৷ ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির আস্থা পেতে VVPAT প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ আগামী নির্বাচনে দেশের প্রতিটি বুথে ভিভিপিএটি প্রযুক্তি থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷  

Advertisement

[জঙ্গিদের গুলিতে শহিদ এক জওয়ান, ফের উত্তপ্ত উপত্যকা]

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচনে প্রতিটি বুথে ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল) মেশিন বসানোর জন্য দেশীয় বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে ১৭.৪৫ লক্ষ মেশিন কেনা হবে৷ এই মুহূর্তে কমিশনের হাতে রয়েছে ৯.৪৫ লক্ষ মেশিন৷ চলতি বছরের শেষের দিকে আরও আট লক্ষ নতুন মেশিন কেনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ইভিএম মেশিন কেনার জন্য ১২ হাজার কোটি টাকা ও ভিভিপ্যাট মেশিন কেনার জন্য ৩ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷

[সুপ্রিম নির্দেশের পর কোথায় কোথায় লাগবে আধার?]

কীভাবে কাজ করে এই ভিভিপিএটি যন্ত্র? সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোটার যে দলের প্রতীকে ভোট দেবেন, তার একটি প্রিন্ট আউট ওই মেশিন থেকে বেরিয়ে ভোট বক্সে পড়বে৷ ওই কাগজ ভোটদাতারা বাড়িতে নিয়ে যেতে পারবে না৷ বেশ কিছু জায়গায় পরীক্ষমূলকভাবে প্রয়োগ করা হয়েছে৷ এর আগে দিল্লি, উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা৷ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ও আম আদমি পার্টি ও মায়াবতীর বিএসপির তরফেও নির্বাচনে যন্ত্রের কারসাজির অভিযোগ তোলা হয়৷ ফলে, আগামী নির্বাচনগুলিতে স্বচ্ছতা আনতে তৃণমূল-সহ ১৬টি রাজনৈতিক দল ব্যালট ফিরিয়ে আনারও দাবি জানায়৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীদের আস্থা পেতে আগামী নির্বাচনে ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান কমিশনের এক শীর্ষ আধিকারিক৷

The post লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট, জানাল কমিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement