shono
Advertisement

Breaking News

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল বাছলেন লক্ষ্মণ, জায়গা হল না ধোনি-ধাওয়ানের

কেমন হল লক্ষ্মণের ১৫ সদস্যের ভারতীয় দল? The post আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল বাছলেন লক্ষ্মণ, জায়গা হল না ধোনি-ধাওয়ানের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Jan 08, 2020Updated: 12:10 AM Jan 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভারতীয় দল বাছলেন কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তাঁর বেছে নেওয়া দলে পূরাতনদের থেকে বেশি সুযোগ পেয়েছেন তরুণরা। তাৎপর্যপূর্ণভাবে দল থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবং প্রতিষ্ঠিত ওপেনার শিখর ধাওয়ান।

Advertisement

তাহলে কাকে নিজের দলে রাখছেন লক্ষ্মণ (VVS Laxman)? প্রাক্তন ব্যাটসম্যান মূলত তরুণদের উপর নজর দিয়েছেন নিজের দলে। তাৎপর্যপূর্ণভাবে, লক্ষ্মণের দলে ঠাঁই পেয়েছেন প্রাক্তন কেকেআর তথা অধুনা হায়দরাবাদ তারকা মণীশ পাণ্ডে। লক্ষ্মণ নিজের ১৫ সদস্যের দলে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে। যথারীতি দলের অধিনায়ক হিসেবে লক্ষ্মণ বেছে নিয়েছেন বিরাট কোহলিকে। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার এবং মণীশ পাণ্ডে। উইকেটরক্ষক যথারীতি ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসেবে দলে থাকছেন হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা।

[আরও পড়ুন: ইন্দোর টি-টোয়েন্টিতে জোড়া রেকর্ড বিরাটের, টপকে গেলেন রোহিত ও ডু প্লেসিকে]

দুই বিশেষজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। লক্ষ্মণ নিজের দলে মোট চারজন পেসার নিয়েছেন। তাঁরা হলেন জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি এবং দীপক চাহার। উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (2020 ICC Men’s T20 World Cup)। তাই অস্ট্রেলিয়ার পিচের কথা মাথায় রেখে চার পেসার খেলাতে চাইছেন লক্ষ্মণ। যদিও, জাতীয় দলের নির্বাচকরা চার পেসার নিয়ে নামবেন, নাকি ব্যাটসম্যান বেশি খেলানোয় মন দেবেন, তা এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: গুরুত্ব পাচ্ছে না বিরাটদের আপত্তি, মার্চেই চারদিনের টেস্ট নিয়ে আলোচনা শুরু আইসিসির]

মাঝে আর কয়েক মাস। তারপরই শুরু বহু প্রত্যাশিত টি-২০ বিশ্বকাপ। এই বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই ভারতের। ২০১৩-র টুর্নামেন্টের ফাইনাল খেলা ছাড়া। সেবারেও ফাইনালে শ্রীলঙ্কার কাছে একপেশেভাবে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যেই বিশ্বকাপকে টার্গেট করে দলগঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা। এখন দেখার লক্ষ্মণের দলের সঙ্গে ভারতের চূড়ান্ত দলের কতটা মিল পাওয়া যায়?

The post আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল বাছলেন লক্ষ্মণ, জায়গা হল না ধোনি-ধাওয়ানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement